লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Instgram থেকে বিদায় নেবে রিলস? নতুন অ্যাপ আনার কথা ভাবছে মেটা | Instagram Launch Separate App for Reels

Published on:

বর্তমানে আমেরিকায় টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে টিকটক (TikTok)। চীনের বাইটড্যান্সের মালিকানাধীন এই জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্ম আমেরিকায় মাঝে ১২ ঘন্টার জন্য নিষিদ্ধ হয়েছিল। এখন চালু থাকলেও নিষেধাজ্ঞার ঝুঁকি এখনও কাটিয়ে উঠতে পারেনি তারা। এই পরিস্থিতিতে টিকটক ব্যবহারকারীদের টানতে শুধু রিলস বানানোর জন্য একটি নতুন অ্যাপ চালু করতে পারে মেটার অধীনে থাকা ইনস্টাগ্রাম (Instagram)।

বলা বাহুল্য, ইন্সটাগ্রামের সবচেয়ে জনপ্রিয় ফিচার হচ্ছে রিলস, যা আসলে একটি শর্ট-ফর্ম ভিডিও শেয়ারিং টুল। চলতি বছরেই রিলস বানানোর সময়সীমা বাড়িয়ে ৩ মিনিট করা হয়েছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সম্প্রতি ইন্সটাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি রিলসের জন্য আলাদা একটি অ্যাপ নিয়ে আসার পরিকল্পনার কথা বলেছেন। তবে ইনস্টাগ্রাম অ্যাপে রিলস চালু থাকবে নাকি পুরোপুরি সরিয়ে ফেলা হবে তা স্পষ্ট নয়।

READ MORE:  স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য হাই রিস্ক অ্যালার্ট জারি করল সরকার, চুরি হতে পারে ডেটা | Android Phone Hacking Risk

রিলসের জন্য ইনস্টাগ্রামের আলাদা অ্যাপ

উল্লেখ্য, আমেরিকায় পরিষেবা চালিয়ে যেতে কেবল একটাই রাস্তা খোলা বাইটড্যান্সের সামনে। আগামী ৫ এপ্রিলের মধ্যে সে দেশে টিকটকের ব্যবসার অন্তত ৫০ শতাংশ মালিকানা ছাড়তে হবে আমেরিকার কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে। তেমনটা করতে ব্যর্থ হলে টিকটক পুরোপুরি নিষিদ্ধ করার পথে হাঁটবে মার্কিন প্রশাসন। আর এতেই বড় সুযোগ দেখছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে তাই রিলসের জন্য নতুন একটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে পারে।

READ MORE:  NHAI Toll Tax Hike: জাতীয় সড়কের টোল ট্যাক্স বাড়ল, কোন গাড়িতে কত টাকা বেশি খরচ হবে দেখুন | Toll Taxes Increase From April 1

এদিকে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা অভিযোগ করছেন যে যে তারা হঠাৎ করে ইনস্টাগ্রাম ফিডে পর্নোগ্রাফির বেশ কয়েকটি ভিডিও দেখতে পাচ্ছেন। সঙ্গে ভয়ঙ্কর জখম হওয়ার মতো সেন্সিটিভ ভিডিয়োও নাকি ফিডে চলে আসবে। মূলত অ্যালগরিদমে পরিবর্তনের জন্যই এরকম হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সংস্থা শীঘ্রই এই সমস্যার সমাধান করবে বলে আশা করা যায়।

READ MORE:  Garena Free Fire Max Win Rewards: শুরু হল Free Fire Max Booyah পাস রিং ইভেন্ট, প্রিমিয়াম প্লাস সহ জিতুন একাধিক রিওয়ার্ড | Garena Free Fire Max Booyah Pass Ring Event

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.