Instgram থেকে বিদায় নেবে রিলস? নতুন অ্যাপ আনার কথা ভাবছে মেটা | Instagram Launch Separate App for Reels
বর্তমানে আমেরিকায় টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে টিকটক (TikTok)। চীনের বাইটড্যান্সের মালিকানাধীন এই জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্ম আমেরিকায় মাঝে ১২ ঘন্টার জন্য নিষিদ্ধ হয়েছিল। এখন চালু থাকলেও নিষেধাজ্ঞার ঝুঁকি এখনও কাটিয়ে উঠতে পারেনি তারা। এই পরিস্থিতিতে টিকটক ব্যবহারকারীদের টানতে শুধু রিলস বানানোর জন্য একটি নতুন অ্যাপ চালু করতে পারে মেটার অধীনে থাকা ইনস্টাগ্রাম (Instagram)।
বলা বাহুল্য, ইন্সটাগ্রামের সবচেয়ে জনপ্রিয় ফিচার হচ্ছে রিলস, যা আসলে একটি শর্ট-ফর্ম ভিডিও শেয়ারিং টুল। চলতি বছরেই রিলস বানানোর সময়সীমা বাড়িয়ে ৩ মিনিট করা হয়েছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সম্প্রতি ইন্সটাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি রিলসের জন্য আলাদা একটি অ্যাপ নিয়ে আসার পরিকল্পনার কথা বলেছেন। তবে ইনস্টাগ্রাম অ্যাপে রিলস চালু থাকবে নাকি পুরোপুরি সরিয়ে ফেলা হবে তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, আমেরিকায় পরিষেবা চালিয়ে যেতে কেবল একটাই রাস্তা খোলা বাইটড্যান্সের সামনে। আগামী ৫ এপ্রিলের মধ্যে সে দেশে টিকটকের ব্যবসার অন্তত ৫০ শতাংশ মালিকানা ছাড়তে হবে আমেরিকার কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে। তেমনটা করতে ব্যর্থ হলে টিকটক পুরোপুরি নিষিদ্ধ করার পথে হাঁটবে মার্কিন প্রশাসন। আর এতেই বড় সুযোগ দেখছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে তাই রিলসের জন্য নতুন একটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে পারে।
এদিকে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা অভিযোগ করছেন যে যে তারা হঠাৎ করে ইনস্টাগ্রাম ফিডে পর্নোগ্রাফির বেশ কয়েকটি ভিডিও দেখতে পাচ্ছেন। সঙ্গে ভয়ঙ্কর জখম হওয়ার মতো সেন্সিটিভ ভিডিয়োও নাকি ফিডে চলে আসবে। মূলত অ্যালগরিদমে পরিবর্তনের জন্যই এরকম হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সংস্থা শীঘ্রই এই সমস্যার সমাধান করবে বলে আশা করা যায়।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ হোলির দিন ভারতের সোনার বাজারে আবারও বড়সড় পরিবর্তন দেখা গেল। ১৫ই মার্চের…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য দলকে চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছেন তিনি। তাঁর ঘূর্ণির জোরে মিনি বিশ্বকাপের বেশিরভাগ…
রেশন কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর! শেষ তারিখ সামনে। এর আগেই এক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।…
এই মুহূর্তে আপনি যদি 5G স্মার্টফোন কিনতে চান কিন্তু বাজেট ১০,০০০ টাকার কম হয় তাহলে…
ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে…
প্রীতি পোদ্দার, কলকাতা: ফের দীর্ঘ কয়েকদিনের ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক উঠল। ব্যাঙ্কের কর্মী ও…
This website uses cookies.