Interest Rate: PPF থেকে সুকন্যা, এপ্রিল থেকেই মিলবে নয়া হারে সুদ, সুখবর মধ্যবিত্তদের জন্য | New Interest Rate On Sukanya
শ্বেতা মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষের জন্য বিরাট ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মার্চ মাস শেষ হওয়ার আগে সরকারের ঘর থেকে এমন এক ঘোষণা করা হয়েছে যার দরুণ ব্যাপকভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ। আসলে সরকার শুক্রবার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায়, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) সহ অনেক জনপ্রিয় স্কিমের সুদের হার আগের মতোই থাকবে। এটি টানা পঞ্চম ত্রৈমাসিক যখন এই প্রকল্পগুলির সুদের হার স্থিতিশীল রাখা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ আপডেট।
অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২% সুদ পাওয়া যাবে, যেখানে তিন বছরের স্থায়ী আমানতের সুদের হার ৭.১% থাকবে। আপনি PPF-তে ৭.১% এবং পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ৪% সুদ পাবেন।
জনপ্রিয় পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) এবং পোস্ট অফিস সেভিংস ডিপোজিট স্কিমগুলিতেও সুদের হার যথাক্রমে ৭.১ শতাংশ এবং ৪ শতাংশ বহাল রাখা হয়েছে।
কিষাণ বিকাশ পত্র (KVP)-এর সুদের হার ৭.৫% নির্ধারণ করা হয়েছে এবং এর মেয়াদপূর্তির সময়কাল হবে ১১৫ মাস। একই সময়ে, জাতীয় সঞ্চয় শংসাপত্রের (এনএসসি) উপর ৭.৭% সুদ পাওয়া যাবে। মাসিক আয় প্রকল্পে (MIS) ৭.৪% সুদের হার অব্যাহত থাকবে।
২০২৫ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে জাতীয় সঞ্চয়পত্রে (এনএসসি) সুদের হার থাকবে ৭.৭ শতাংশ। এর ফলে টানা পঞ্চম ত্রৈমাসিকে মূলত ডাকঘর ও ব্যাঙ্ক পরিচালিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত রাখা হল। সরকার সর্বশেষ ২০২৩-২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে কিছু স্কিমে পরিবর্তন করেছিল।
এটি উল্লেখযোগ্য যে সরকার প্রতি ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার পর্যালোচনা করে। শেষবার ২০২৩-২৪ সালের চতুর্থ প্রান্তিকে কিছু স্কিমের হার পরিবর্তন করা হয়েছিল।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ ম্যাচে মুম্বইয়ের হাতে বধ হয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। গতবারের ডিফেনডিং চ্যাম্পিয়নরা…
খুব তাড়াতাড়ি আইফোনের বেশ কয়েকটি মডেল বন্ধ করে দিতে পারে Apple। কারণ চলতি বছরের শেষের…
সম্প্রতি মাসিক নিরাপত্তা প্রতিবেদনের নতুন সংস্করণ প্রকাশ করেছে WhatsApp। যেখানে কোম্পানি জানিয়েছে যে, তারা ভারতে…
ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী…
শ্বেতা মিত্র, কলকাতাঃ নিজেদের কর্মকান্ডে আবারও একবার বিশ্বকে তাক লাগাল ইসরো (ISRO)। বলা ভালো, আরও…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসর নিচ্ছেন বিরাট কোহলি? 2027 বিশ্বকাপ খেলেই কি ক্রিকেট থেকে বিদায়? নাকি…
This website uses cookies.