Interest Rate: PPF এ মিলছে চমৎকার সুদ, মাত্র ৫০০ টাকায় বিনিয়োগেই লক্ষ্মীলাভ | Investment In PPF
শ্বেতা মিত্র, কলকাতাঃ নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? ভালো উপার্জন যাতে হয় এমন উৎস খুঁজছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আপনি জানলে হয়তো অবাক হবেন, কেন্দ্রীয় সরকারের তরফে বর্তমানে এমন একটি স্কিম চালানো হচ্ছে যেখানে আপনি মাত্র ৫০০ টাকা বিনিয়োগ করে কিছু সময় পর ভালো টাকা উপার্জন করতে পারবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আজ কথা হচ্ছে পিপিএফ (PPF) নিয়ে।
কেন্দ্রীয় সরকার আসন্ন ত্রৈমাসিকের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করেছে। সেখানে রয়েছে পিপিএফও। সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জেনে নিন ঝটপট। আগে জানতে হবে পিপিএফ কী? পিপিএফ স্কিমে বার্ষিক সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। এই বিনিয়োগ এককালীন বা কিস্তিতে করা যেতে পারে। তবে, একজন ব্যক্তি পিপিএফ অ্যাকাউন্টে মাত্র ১২টি বার্ষিক কিস্তি পরিশোধ করতে পারবেন।
পিপিএফ অ্যাকাউন্টটি সক্রিয় রাখার জন্য প্রতি বছর পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগ করতে হবে। জানিয়ে রাখি যে, পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগের জন্য ১৫ বছরের একটি লক-ইন পিরিয়ড রয়েছে, যার আগে অর্থ সম্পূর্ণরূপে তোলা যাবে না। প্রয়োজনে, বিনিয়োগকারীরা পিপিএফ লক-ইন পিরিয়ড শেষ হওয়ার পর ৫ বছর পর্যন্ত সময়সীমা বাড়িয়ে রাখতে পারবেন। সরকার পরবর্তী প্রান্তিকের জন্য জনপ্রিয় পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)-এর সুদের হারে কোনও পরিবর্তন করেনি। এই সুদের হার আগের মতোই ৭.১ শতাংশে স্থিতিশীল রয়েছে।
পিপিএফ বিনিয়োগের পরিমাণের বিপরীতে ঋণ সুবিধা পাওয়া যেতে পারে। তবে, অ্যাকাউন্ট সক্রিয় করার তারিখ থেকে তৃতীয় বছরের শুরু থেকে ষষ্ঠ বছরের শেষের মধ্যে যেকোনো সময় ঋণ গ্রহণ করা হলেই কেবল ঋণ বিতরণ করা হবে। পিপিএফের বিপরীতে এই ধরনের ঋণের সর্বোচ্চ মেয়াদ ৩৬ মাস।
দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকরা তাদের নামে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। নাবালক-নাবালিকারাও তাদের নিজস্ব নামে একটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারে। যদিও এটি তাদের বাবা ও মায়ের দ্বারা পরিচালিত হয়। এদিকে অনাবাসী ভারতীয়রা নতুন পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার ব্যাপক বাক্য-চালাচালির মাঝে লোকসভায় ওয়াকফ (Waqf) সংশোধনী বিল পেশ করেন সংখ্যালঘু…
বুধবার ভারতে দুটি নতুন ফিচার ফোন লঞ্চ করল হিউম্যান মোবাইল ডিভাইসেস (HMD)। এই দুটি নতুন…
বিগত কয়েক বছরে Apple ভারতে iPhone এর উৎপাদন দ্রুত গতিতে বৃদ্ধি করেছে। অ্যাপলের সহযোগী সংস্থা…
শ্বেতা মিত্র, কলকাতাঃ চৈত্রের কাঠফাটা গরমে নাজেহাল অবস্থা ৮ থেকে ৮০-র। এদিকে এহেন পরিস্থিতিতে স্কুল…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের শেয়ারবাজার দীর্ঘদিন ধরেই আর্থিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছিল। তবে সম্প্রতি পতনের…
লাভা আজ ভারতে তাদের নতুন বাজেট-ফ্রেন্ডলি ফোন Lava Bold 5G লঞ্চ করল। এতে অনেক দুর্দান্ত…
This website uses cookies.