Investment Plan: শেয়ার বাজার বা ফিক্সড ডিপোজিট নয়, মুনাফার আশায় এখানে বিনিয়োগ করছে মধ্যবিত্তরা | Middle Class Ar Investing In Gold
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন মধ্যবিত্তদের জন্য বিনিয়োগের (Investment Plan) একমাত্র মাধ্যম ছিল ফিক্সড ডিপোজিট (Fixed Deposit), ডাকঘরের সঞ্চয় প্রকল্প অথবা কোন মিউচুয়াল ফান্ড। তবে সময় পরিবর্তন হয়েছে, সেই সঙ্গে বিনিয়োগের ধরন। কিন্তু সম্প্রতি আবারো মধ্যবিত্তরা বিনিয়োগের জন্যে ফিরে এসেছে তাদের পুরোনো আস্থার জায়গা সোনাতে। কিন্তু কেন সোনায় বিনিয়োগ বাড়ছে? শেয়ারবাজারে কি ধ্বস নামার ফলে এই অবস্থা? ভবিষ্যতে সোনার দাম কত দূর গড়াতে পারে? চলুন বিস্তারিত জেনে নিই।
ব্যাংকের ফিক্সড ডিপোজিট একসময় ছিল মধ্যবিত্তদের জন্য সবচেয়ে নিরাপদ বিকল্প। কিন্তু দিনের পর দিন ব্যাংকগুলি সুদ কমাতে কমাতে তা পুরো নগন্য হয়ে গেছে। এমনকি মিউচুয়াল ফান্ড, এসআইপি বা শেয়ার মার্কেটে মধ্যবিত্তরা সম্প্রতি আগ্রহ দেখিয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচনের পর থেকেই শেয়ারবাজার বিরাট ধাক্কা খায়। লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগকারীদের হাতছাড়া হয়। যার ফলে বহু এসআইপি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। ফলে বিনিয়োগকারীরা এখন বিকল্প রাস্তা খোঁজা শুরু করেছে। বেশিদিন আগের কথা নয়। সোনার দর ছিল ৫০ হাজারের আশেপাশে। এখন সেটা ৯০ হাজারের গণ্ডি পার করেছে। তবুও বাজার বিশেষজ্ঞরা মনে করছে, সোনার চাহিদা আরো বাড়বে। ফলে ভবিষ্যতে সোনার দাম ৯৫ হাজার বা ১ লক্ষ টাকা হবে না, তার কোন গ্যারান্টি নেই।
আজ ২০ই মার্চ, ২০২৫। জানলে অবাক হবেন, আজ কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা ৯০,৬০০/- টাকায় পৌঁছে গিয়েছে। ওদিকে ২২ ক্যারেট সোনাও ৮২,৯০০/- টাকা ছুঁয়েছে। এমনকি রুপোর গ্রাহকদের পকেটেও বাড়তি চাপ পড়েছে। প্রতি কেজি রুপো ১,০৫,১০০/- টাকা স্পর্শ করেছে আজ। আর এর সঙ্গে ৩% জিএসটি যোগ করা হলে ভাবতে পারছেন দর কোথায় পৌঁছাবে?
প্রথমত বাজার চাঙ্গা থাকলে শেয়ারবাজারে লাভ হবে, একথা সবারই জানা। কিন্তু বাজারে ধ্বস নামলে ক্ষতির পরিমাণও ব্যাপক হয়। এদিক থেকে দেখতে গেলে অর্থনৈতিক অনিশ্চয়তা যত বাড়ছে, তত মানুষ সোনা কেনার দিকে ছুটছে। কারণ সোনা কখনো সম্পূর্ণ মূল্যহীন হয়ে যায় না। বেশ কিছু সূত্র বলছে, সোনার সবচেয়ে বড় ক্রেতা এখন মধ্যবিত্তরা। এমনকি সোনার বিশ্বাসযোগ্যতা বাড়াতে সরকারের কাছে দাবি উঠছে ১৪ ক্যারেটের কম হলেও যেন হলমার্ক দেওয়া হয়। এতে মানুষ সোনার প্রতি আরো আকৃষ্ট হবে।
বাজার বিশেষজ্ঞরা মনে করছে, সোনার দাম আগামীদিনে আরো বাড়তে পারে। ১০ গ্রাম সোনার দাম ৯৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার গণ্ডিও পার করতে পারে। বিয়ের মরসুম বলুন বা উৎসব, সোনার চাহিদা তখন এমনিই আকাশছোঁয়া থাকে। ফলে তখন দাম আরো বাড়বে। তাই যারা দীর্ঘমেয়াদে নিরাপদে নিয়োগ করতে চান তাদের জন্য সোনা এখন সেরা বিকল্প।
এইচএমডি গ্লোবাল (HMD Global) ভারতে বার্বি ফোন (Barbie Phone) লঞ্চের ঘোষণা করল। ম্যাটেলের সাথে জোট…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২১শে মার্চ, শুক্রবার। আজকের রাশিফল অনুযায়ী কেমন কাটতে চলেছে আজ আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে। আর রেলে যাত্রার সময়…
5G স্মার্টফোন কেনার পরিকল্পনা আছে কিন্তু বাজেট ২৫ হাজার টাকা? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।…
বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল পেমেন্টই মানুষের প্রধান ভরসা—হোক তা ১০ টাকার কেনাকাটা বা ১০ হাজার…
শ্বেতা মিত্র, কলকাতা: লোকাল ট্রেনের পাশাপাশি মেট্রো (Kolkata Metro) পরিষেবাকেও যে কোনো শহরের লাইফলাইন বলা…
This website uses cookies.