IOCL Apprentice Recruitment 2025: মাধ্যমিক পাসে ইন্ডিয়ান অয়েলে অঢেল চাকরি, জারি হল বিজ্ঞপ্তি, দেখুন বিস্তারিত | Indian Oil Corporation Recruitment
প্রীতি পোদ্দার, কলকাতা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation) এর তরফ থেকে চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ সংক্রান্ত ধামাকেদার খবর নিয়ে এসেছে। পুরুষ ও মহিলা প্রার্থীরা অনলাইনে এর মাধ্যমে আবেদন যোগ্য। বেতন সংক্রান্ত নানা সুবিধাও দেওয়া হবে প্রার্থীদের।
সম্প্রতি IOCL বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।
এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল iocl.com
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা IOCL দপ্তরের তরফ থেকে যে সকল পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেগুলি হল টেকনিশিয়ান শিক্ষানবিশ, ট্রেড শিক্ষানবিশ, স্নাতক শিক্ষানবিশ
IOCL বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই সূত্রে জানা গিয়েছে, এই সংস্থায় মোট ৩১৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে। ট্রেড শিক্ষানবিশ এর জন্য ৩৫ টি, টেকনিশিয়ান শিক্ষানবিশ এর জন্য ৮০ টি এবং স্নাতক শিক্ষানবিশ এর জন্য ১৯৮ টি পদ ফাঁকা রয়েছে।
IOCL বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর উল্লেখিত পদে আগ্রহী প্রার্থীরা যদি আবেদন করতে চান। এবং সেই পদে নির্বাচিত হলে সেক্ষেত্রে বেতন প্রতিমাসে কত কী হবে তা নিয়ে সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থা অফিসিয়াল বিজ্ঞপ্তি জানতে হবে।
IOCL সংস্থা বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড উল্লেখিত পদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, নীচে সেই যোগ্যতা নিয়ে বিস্তারিত উল্লেখ করা হল।
টেকনিশিয়ান শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস ও তার সাথে ITI পাস করতে হবে। ট্রেড শিক্ষানবিশ এর পদে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এবং স্নাতক শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে BBA/B.A/B. Com/B.Sc ডিগ্রি অর্জন করতে হবে তাহলে এই পদে আবেদন করা যাবে।
IOCL এর উল্লেখিত পদে আবেদন করার জন্য আগ্রহীদের প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৪ এর মধ্যে হতে হবে। আর আগ্রহীরা প্রার্থীদের বয়স ৩১/০১/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সংস্থায় উল্লেখিত শূণ্যপদগুলিতে প্রার্থীদের প্রাপ্ত নম্বর, মেডিকেল পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফাই এর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদেরকে উল্লেখিত পদে আবেদনের জন্য প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
সঠিক ডকুমেন্টস নিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। তারপর নির্ভুলভাবে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে। ভবিষ্যৎ এ প্রমাণপত্রের জন্য প্রিন্ট আউট বের করে রাখতে হবে।
IOCL এর বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে অনলাইনে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত ১৭ জানুয়ারি, ২০২৫ থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে আগামী ৭ ফেব্রুয়ারী, ২০২৫ পর্যন্ত চলবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি- click here
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.