IOCL Recruitment 2025: IOCL-এ বিপুল নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় মিলবে ৭৮,০০০ বেতন! এখুনি করুন আবেদন | IOCL Non Executive Recruitment 2025
পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। ২০২৫ সালের শুরুতেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ইন্ডিয়ান কর্পোরেশন (IOCL Recruitment 2025)। মিলবে মোটা মাইনেও। কী যোগ্যতা থাকলে আবেদন করা যাবে? আর কিভাবেই বা করবেন? আজকের প্রতিবেদনেই রইল সমস্ত খুঁটিনাটি তথ্য।
ভারতের তেল সংশোধন ও বিক্রি করা সংস্থার মধ্যে অন্যতম একটি হল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা IOCL। বছরের শুরুতেই কোম্পানির তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শতাধিক পদের জন্য নিয়োগ করা হবে। সারা ভারত থেকেই এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। কি যোগ্যতা প্রয়োজন ও কিভাবেই বা আবেদন করতে হবে সমস্ত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২৪৬ পদের নিয়োগ নিয়োগ করা হবে। এর মধ্যে জুনিয়ার অপারেটর (গ্রেড – ১) নেওয়া হবে ২৩৬ জন। জুনিয়ার অ্যাটেন্ডেন্ট (গ্রেড -১, PwBD) পদে ২৩ জন ও জুনিয়ার বিজনেস অ্যাসোসিয়েট পদে (গ্রেড -৩, PwBD) এর জন্য ৭ জন নিয়োগ করা হবে।
IOCL এর নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদের ভিত্তিতে বেতন আলাদা হবে। জুনিয়ার অপারেটর পদের প্রার্থীদের ২৩,০০০ টাকা থেকে ৭৮,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। জুনিয়র অ্যাটেন্ডেন্ট পদের প্রার্থীদের ২৩,০০০ টাকা থেকে ৭৮,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আর জুনিয়ার বিষ্যেস অ্যাটেন্ডেন্ট পদের জন্য ২৫,০০০ টাকা থেকে শুরু করে ১,০৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আবেদনকারী প্রার্থীর পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন হবে। যদি জুনিয়ার অপারেটর পদের জন্য আবেদন করতে চান তাহলে নূন্যতম মাধ্যমিক পাশ ও সাথে নির্দিষ্ট ট্রেড আইটিআই করে থাকতে হবে। জুনিয়ার অ্যাটেন্ডেন্ট পদের জন্য ৪০ শতাংশ নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়া যদি জুনিয়ার বিজনেস অ্যাসিস্টেন্ট পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে নূন্যতম স্নাতক হবে একইসাথে MS Office এর দক্ষতা থাকতে হবে।
নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বয়সসীমাও উল্লেখ করা হয়েছে। নূন্যতম ১৮ বছর হলে তবেই এই শূন্যপদগুলির জন্য আবেদন করা যাবে। আর আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে হবে ২৬ ব্যচর। তবে SC, ST ও OBC প্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে।
অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে কিভাবে নিয়োগ হবে? এর উত্তরে জানা যাচ্ছে, প্রথমে একটি কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে সমস্ত আবেদনকার প্রার্থীদের। সেখানে পাশ করলে দক্ষতা ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে। এরপর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে (জুনিয়ার বিজনেস অ্যাসিস্টেন্ট পদের ক্ষেত্রে)। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল চেকিংয়ের পর নিয়োগ দেওয়া হবে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের শূন্যপদগুলির জন্য আবেদন করতে চাইলে আপনাকে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন? স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিচে দেওয়া হলঃ
আপনি যদি IOCL এর এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে চান তাহলে ৩০০ টাকা আবেদন ফি দিতে হবে। জেনারেল প্রার্থী, ওবিসি ও EWS ক্যাটেগরির প্রার্থীদের আবেদনের জন্য এই ফি দিতে হবে। তবে SC ও ST প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক : Official Website
অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক : Official Recruitment Notification
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
Samsung এই বছরের শুরুতে Galaxy S25 সিরিজের তিনটি মডেল লঞ্চ করেছে এবং শোনা যাচ্ছে যে…
This website uses cookies.