লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iPhone থেকে অ্যাপল ওয়াচ, এই কাজ না করলেই হবে ডেটা লিক

Published on:

আজকাল অনেকেই একাধিক Apple ডিভাইস ব্যবহার করেন, যেমন – iPhone, iPad, Mac, Apple Watch ইত্যাদি। কিন্তু, এই ডিভাইসগুলিতে হ্যাকিং হওয়ার ঝুঁকিও রয়েছে। সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সাইবার অপরাধ। তাই অসচেতন থাকলে যেকোনও সময় হ্যাক হতে পারে আপনার অ্যাপল ডিভাইসগুলি। এর থেকে বাঁচার জন্য নির্দিষ্ট উপায় বলে দিল সরকারি সংস্থা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-In।

অ্যাপল ডিভাইস ব্যবহার করলে এটা জানা উচিত

ডিভাইসগুলিকে প্রভাবিত করে এমন দুর্বলতার তালিকার মধ্যে রয়েছে ম্যাক ব্যবহারকারীরা, যারা ১৫.৩-এর আগে macOS ভার্সন চালাচ্ছেন, ১৪.৭.৩ ভার্সনের আগে MacOS Sonoma ব্যবহারকারীরা, ১৩.৭.৩ ভার্সনের আগে MacOS Ventura ম্যাক ব্যবহারকারীরা, ১৭.৭.৪ ভার্সনের আগের iPadOS ব্যবহারকারীরা, iOS ব্যবহারকারীদের ক্ষেত্রে ১৮.৩ ভার্সনের তার পুরনো, tvOS ব্যবহারকারীদের ক্ষেত্রে ১৮.৩ ভার্সনের পুরনো, VisionOS ব্যবহারকারীদের ক্ষেত্রে ২.৩ ভার্সনের পুরনো, Safari ব্যবহারকারীদের ১৮.৩ এর আগে এবং Apple WatchOS ব্যবহারকারীদের ১১.৩ এর আগে ভার্সন যারা চালাচ্ছেন তাদের ঝুঁকি বেশি।

READ MORE:  আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে সস্তা iPhone SE 4, কী কী ফিচার থাকবে দেখে নিন

নিরাপদ থাকার জন্য কী করবেন?

যদি আপনি লেটেস্ট সফ্টওয়্যার আপডেটগুলি ডাউনলোড করেন, তাহলে চিন্তা করার কোনও দরকার নেই। না করে থাকলে, iPhone-এ iOS-এর সাম্প্রতিক ভার্সন, iPad-এ iPadOS, Mac-এ macOS, Safari, Apple WatchOS এবং অন্যান্য ডিভাইসের সর্বশেষ ভার্সনগুলি দ্রুত আপডেট করে নিন।

লক্ষ্যণীয় বিষয় হল, অ্যাপল তখনই এই দুর্বলতাগুলি সম্পর্কে তথ্য প্রকাশ করে যখন এটি তাদের প্যাচ করার জন্য সফ্টওয়্যার আপডেট জারি করে। সুতরাং, আপনার ডিভাইসে যদি লেটেস্ট সফ্টওয়্যার আপডেট চলে আসে তাহলে তা ডাউনলোড করে নিন। এর ফলে আপনাকে আর দুর্বলতা সম্পর্কে চিন্তা করতে হবে না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Apple মানেই সেরা! প্রথম ফোল্ডেবল আইফোনে থাকবে এই চমক

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.