iPhone 13 Discount: অ্যান্ড্রয়েডের দামে আইফোন, ১৯ হাজার টাকা ডিসকাউন্টে iPhone 13, ধামাকা অফার | Iphone 13 under rs 20000 in Amazon
আপনি যদি ডিসকাউন্ট অফার সহ কম দামে কয়েক বছরের পুরানো iPhone কিনতে চান তাহলে এই খবর আপনার জন্য। আসলে অ্যাপলের স্মার্টফোনের দাম সবসময় বেশি থাকে, তবে কখনো কখনো অফারে বা পুরানো মডেলের দাম কমানোর করণে সাশ্রয়ী মূল্যে আইফোন কেনা যায়। এই মুহূর্তে যেমন iPhone 13 মডেলটি অ্যামাজনে লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালে iPhone 13 লঞ্চ হয়েছিল। অর্থাৎ এটি কয়েক বছরের পুরানো ফোন, তবে এর ফিচার এখনও লেটেস্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে টেক্কা দিতে পারে। এতে সলিড বিল্ড কোয়ালিটি ও ফ্ল্যাগশিপ ফিচার উপস্থিত। আসুন এই আইফোন মডেলের সাথে কি অফার রয়েছে দেখে নেওয়া যাক।
আইফোন ১৩ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে ৭৯,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল। তবে নতুন মডেল আসার পর এর দাম কমানো হয়। এখন এর আসল মূল্য ৫৯,৯০০ টাকা।তবে অ্যামাজন এখন ডিভাইসটি অ্যান্ড্রয়েড ফোনের দামে কেনার সুযোগ দিচ্ছে। আইফোন ১৩ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ২৭ শতাংশ ছাড়ে মাত্র ৪৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত।
এছাড়া আপনি যদি অন্যান্য অফারের সুবিধা নিতে পারেন তাহলে আরও কমে ডিভাইসটি আপনার হবে। যেমন ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার অ্যামাজন আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে দেওয়া হচ্ছে ১,০০০ টাকার বেশি ক্যাশব্যাক।
এদিকে আইফোন ১৩ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ন্যূনতম ১,৩১৯ টাকা ইএমআই দিয়েও কেনা যাবে। শুধু তাই নয়, আপনি ১৬ হাজার টাকায় ফোনটি বাড়ি নিয়ে যেতে পারেন। কারণ অ্যামাজন এই প্রিমিয়াম স্মার্টফোনের উপর ২৭,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
TVS মোটর কোম্পানির প্রথম অ্যাডভেঞ্চার বাইক, Apache RTX লঞ্চ হতে আর বেশি দেরি নেই। সংস্থা…
রেলযাত্রীদের জন্য দুর্দান্ত খবর! এবার সকলেই এসি লোকাল ট্রেনে চড়ার সুযোগ পাবেন, তাও একদম পকেট-ফ্রেন্ডলি…
প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি প্রকল্পে বরাদ্দ টাকা দেওয়া নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ঝামেলা লেগেই রয়েছে।…
প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা বসন্তেই এবার ব্যাপক গরম দেখা গেল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। মার্চ…
Honda তাদের বিগউইং (BigWing) ডিলারশিপ থেকে বিক্রিত প্রিমিয়াম মোটরসাইকেলগুলির উপর ১০,০০০ টাকা ছাড় ঘোষণা করেছে।…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট ক্রিকেটের ব্যর্থতা ঢেকে দিয়েছে ওয়ানডে ফরম্যাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম…
This website uses cookies.