iPhone 14 Discount: এবার আইফোন কেনার স্বপ্ন হবে সত্যি, iPhone 14 মডেলে ৫১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট | iPhone 14 Price
আজ থেকে কয়েক বছর আগে একটা আইফোন কেনা মানে মোটা টাকার ধাক্কা মনে করা হত। সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাবতেন ক্রেতারা। কিন্তু, নানা অফারের অধীন এখন বেশ কম দামে পাওয়া যাচ্ছে পুরনো আইফোনগুলি, যার মধ্যে রয়েছে iPhone 14। আপনার যদি আইফোন কেনার ইচ্ছা থাকে তাহলে এটাই উপযুক্ত সময়। কারণ ৫১ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে এই মডেলের উপর।
iPhone 14 কয়েক বছরের পুরানো হলেও, স্মার্টফোনের বিচারে এর পারফরম্যান্স এবং ফিচার বহু প্রিমিয়াম ফোনের থেকে ভালো। মূলত, নতুন সিরিজ আসার পর অ্যাপল পুরনো মডেলগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যাপলের অফিশিয়াল সাইটে আইফোন ১৪ বন্ধ করে দেওয়া হলেও, বহু ই-কমার্স সাইটে এটি এখনও পাওয়া যাচ্ছে।
এই মুহূর্তে, অ্যামাজনে ২৫৬ জিবি স্টোরেজের আইফোন ১৪ এর দাম রয়েছে ৮৯,৯০০ টাকা। তবে, তার উপর ৩২ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে, যার ফলে দাম কমে মাত্র ৬০,৯০০ টাকায় নেমে এসেছে। অফার এখানেই শেষ নয়! ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি, বিভিন্ন ব্যাংক এবং এক্সচেঞ্জ ডিল রয়েছে, যেখানে ১,৮২৭ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও, পুরানো স্মার্টফোনটি বদলে আপনি ২২,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন।
আপনি যদি ফ্ল্যাট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার উভয়ই সর্বাধিক মাত্রায় সংগ্রহ করেন, তাহলে মাত্র ৩৭,২০০ টাকায় আইফোন ১৪ এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন। তার জন্য উপরোক্ত অফারগুলি ভালো করে দেখে নিন এবং খেয়াল রাখুন আপনার পুরানো ডিভাইসের অবস্থার যেন ভালো থাকে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
This website uses cookies.