লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iPhone 14 Discount: এবার আইফোন কেনার স্বপ্ন হবে সত্যি, iPhone 14 মডেলে ৫১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট | iPhone 14 Price

Published on:

আজ থেকে কয়েক বছর আগে একটা আইফোন কেনা মানে মোটা টাকার ধাক্কা মনে করা হত। সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাবতেন ক্রেতারা। কিন্তু, নানা অফারের অধীন এখন বেশ কম দামে পাওয়া যাচ্ছে পুরনো আইফোনগুলি, যার মধ্যে রয়েছে iPhone 14। আপনার যদি আইফোন কেনার ইচ্ছা থাকে তাহলে এটাই উপযুক্ত সময়। কারণ ৫১ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে এই মডেলের উপর।

READ MORE:  Flipkart OMG Sale: 6000mAh ব্যাটারি ও ট্রিপল ক্যামেরার Realme 5G স্মার্টফোনে ৭ হাজার টাকা ডিসকাউন্ট | Realme 14 Pro+ 5G Discount

iPhone 14 কয়েক বছরের পুরানো হলেও, স্মার্টফোনের বিচারে এর পারফরম্যান্স এবং ফিচার বহু প্রিমিয়াম ফোনের থেকে ভালো। মূলত, নতুন সিরিজ আসার পর অ্যাপল পুরনো মডেলগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যাপলের অফিশিয়াল সাইটে আইফোন ১৪ বন্ধ করে দেওয়া হলেও, বহু ই-কমার্স সাইটে এটি এখনও পাওয়া যাচ্ছে।

iPhone 14 (২৫৬ জিবি) এর উপর ব্যাপক ছাড়

এই মুহূর্তে, অ্যামাজনে ২৫৬ জিবি স্টোরেজের আইফোন ১৪ এর দাম রয়েছে ৮৯,৯০০ টাকা। তবে, তার উপর ৩২ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে, যার ফলে দাম কমে মাত্র ৬০,৯০০ টাকায় নেমে এসেছে। অফার এখানেই শেষ নয়! ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি, বিভিন্ন ব্যাংক এবং এক্সচেঞ্জ ডিল রয়েছে, যেখানে ১,৮২৭ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও, পুরানো স্মার্টফোনটি বদলে আপনি ২২,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন।

READ MORE:  চীনকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতে ২২০০ কোটি ডলারের বিনিয়োগ! ঘোষণা Apple-র

৫১ হাজার টাকা কমে কীভাবে কিনবেন?

আপনি যদি ফ্ল্যাট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার উভয়ই সর্বাধিক মাত্রায় সংগ্রহ করেন, তাহলে মাত্র ৩৭,২০০ টাকায় আইফোন ১৪ এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন। তার জন্য উপরোক্ত অফারগুলি ভালো করে দেখে নিন এবং খেয়াল রাখুন আপনার পুরানো ডিভাইসের অবস্থার যেন ভালো থাকে।

READ MORE:  Nothing Phone 2a Discount: ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ইউনিক ডিজাইন, এই 5G ফোন এখন অনেক সস্তায় | Nothing Phone 2a Price
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.