IPhone 15: পুরো ২৫ হাজার টাকা দাম কমলো আইফোন ১৫ এর, এক্সচেঞ্জ অফারে আরও ডিসকাউন্ট | IPhone 15 Price Cut
আইফোনের উপর একাধিক অফার ও সেল চলছে ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে। যার দরুন দাম কমে গিয়েছে iPhone 15 এর ৫১২ জিবি ভ্যারিয়েন্টের। বর্তমানে, আসল দামের তুলনায় অনেক কমে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। যারা আইফোন কিনতে আগ্রহী তাঁরা এই অফার বিবেচনা করতে পারেন। রয়েছে EMI অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট।
সাধারণত কোনও উৎসবের মরশুমের আগে এই ধরনের সুযোগ ই-কমার্স সাইটগুলিতে পাওয়া যায়। কিন্তু, অ্যামাজনের এই অফার যেন মেঘ না চাইতেই জল। এই প্রথম iPhone 15 এর ৫১২ জিবি মডেলের দাম কমাল প্ল্যাটফর্মটি।
আগের থেকে অনেকটা দাম কমে গিয়েছে আইফোন ১৫ এর ৫১২ জিবি মডেলের। অ্যামাজনে এই ডিভাইসটির দাম ১,০৯,৯০০ টাকা। তবে আপনি এখন এটি আরও অনেক কম দামে কিনতে পারবেন। সংস্থা এই আইফোন ভ্যারিয়েন্টের উপর ২৩ শতাংশ ছাড় দিচ্ছে। যার ফলে দাম কমে মাত্র ৮৪,৯৯৯ টাকায় নেমে এসেছে। অর্থাৎ আপনি শুধুমাত্র ছাড় থেকে সরাসরি ২৫,০০০ টাকা সাশ্রয় করতে পারবেন।
এছাড়াও, অ্যাম্যাজন একটি এক্সচেঞ্জ অফারও এনেছে। যা আপনাকে আরও বেশি টাকা সাশ্রয় করার সুযোগ করে দেবে। পুরনো স্মার্টফোনে ২২,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে। তবে এই বিনিময়ের টাকা নির্ভর করবে ওই ফোনের অবস্থার উপর। আপনি যদি সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পান, তাহলে কমপক্ষে ৪৮,০০০ টাকায় পেয়ে যাবেন আইফোন ১৫। তবে এর জন্য পুরনো ফোনটি যাচাই করতে হবে আপনাকে।
আর আপনার বাজেট যদি আরও কম থাকে, তাহলে বেছে নিতে পারে অ্যামাজন EMI প্ল্যান। যা শুরু হচ্ছে ৪,১২১ টাকা থেকে। এই মাসিক পেমেন্ট করে মিটিয়ে ফেলতে পারেন আইফোনের স্বাদ। এছাড়াও, ব্যাঙ্ক অফার রয়েছে। যেখানে ২,৫৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। সবমিলিয়ে আসল যে দামে আইফোন ১৫ লঞ্চ হয়েছিল, এখন সেটি তার থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ ম্যাচে মুম্বইয়ের হাতে বধ হয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। গতবারের ডিফেনডিং চ্যাম্পিয়নরা…
খুব তাড়াতাড়ি আইফোনের বেশ কয়েকটি মডেল বন্ধ করে দিতে পারে Apple। কারণ চলতি বছরের শেষের…
সম্প্রতি মাসিক নিরাপত্তা প্রতিবেদনের নতুন সংস্করণ প্রকাশ করেছে WhatsApp। যেখানে কোম্পানি জানিয়েছে যে, তারা ভারতে…
ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী…
শ্বেতা মিত্র, কলকাতাঃ নিজেদের কর্মকান্ডে আবারও একবার বিশ্বকে তাক লাগাল ইসরো (ISRO)। বলা ভালো, আরও…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসর নিচ্ছেন বিরাট কোহলি? 2027 বিশ্বকাপ খেলেই কি ক্রিকেট থেকে বিদায়? নাকি…
This website uses cookies.