iPhone 15 এর থেকে এই কারণে ভালো হবে iPhone 16e, কেনার আগে অবশ্যই জানুন

সদ্য বাজারে এসেছে অ্যাপলের অন্যতম কমদামি স্মার্টফোন iPhone 16e। টেক মহলে এই ফোন নিয়ে চর্চা শুরু হতে, অনেকে দাবি করেছেন, iPhone 15 এর থেকেও ভালো হবে নতুন এই হ্যান্ডেসেট। মূলত, পাঁচটি কারণ বলা হচ্ছে। আপনিও যদি এই স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে কী কী বিষয় মাথায় রেখে কিনতে পারেন জেনে নিন।

iPhone 16e বনাম iPhone 15 : দাম

প্রথম যে তর্ক জুড়ে দিচ্ছেন ব্যবহারকারীরা তা হল দাম। স্বাভাবিক ভাবেই কমদামি হওয়ায় আকর্ষণীয় হয়ে উঠেছে নতুন মডেল। iPhone 15 এর আসল দাম ৬৯,৯০০ টাকা। তবে নানা ই-কমার্স সাইটে ৫৯,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে, iPhone 16e এর দাম শুরু ৫৯,৯০০ টাকা থেকে। দুই মডেলই ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি মডেলে উপলব্ধ।

READ MORE:  বারবার চার্জে বসানোর দিন শেষ! 8,000mAh ব্যাটারির স্মার্টফোন আনছে ওপ্পো, ওয়ানপ্লাস

iPhone 16e বনাম iPhone 15 : ডিসপ্লে

দুই আইফোনেই রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে। পিক ব্রাইটনেস ১০০০ নিটস। যদিও iPhone 16e মডেলে আরও পাতলা ডিজাইন এবং ডাইনামিক আইল্যান্ড ফিচার পাবেন, যেখানে iPhone 15-তে রয়েছে পুরানো নচ ডিজাইন।

iPhone 16e বনাম iPhone 15 : প্রসেসর

নতুন আইফোনে রয়েছে অত্যাধুনিক A18 বায়োনিক চিপ এবং একটি অ্যাপলের নিজস্ব ৫জি মডেম। এতে অ্যাপল ইন্টেলিজেন্স বৈশিষ্ট্যও পাওয়া যাবে। বিপরীতে, iPhone 15-তে রয়েছে A16 বায়োনিক চিপ এবং কোনও অ্যাপল ইন্টেলিজেন্স বৈশিষ্ট্য নেই।

READ MORE:  Samsung Galaxy F55 5G Discount: ১১ হাজার টাকা সস্তা, Samsung এর ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন বিরাট সস্তায় কেনার সুযোগ | Samsung Galaxy F55 5G 50MP Camera

iPhone 16e বনাম iPhone 15 : ক্যামেরা

ক্যামেরার দিক থেকে, iPhone 16e-তে ৪৮ মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা রয়েছে। তুলনামূলকভাবে, iPhone 15-তে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। উভয় মডেলেই সেলফি এবং ভিডিয়ো কলের জন্য মজুত ১২ মেগাপিক্সেল ক্যামেরা।

iPhone 16e বনাম iPhone 15 : ব্যাটারি

iPhone 16e এর ব্যাটারি লাইফও বেশ ভালো। কোম্পানির দাবি, ২৬ ঘণ্টা পর্যন্ত ভিডিয়ো প্লেব্যাক দিতে পারে এটি। যেখানে iPhone 15 প্রায় ২০ ঘণ্টা ভিডিয়ো প্লেব্যাক দিয়ে থাকে।

READ MORE:  iPhone 16e এই পাঁচ ফিচারের জন্য সেরা, অ্যাকশন বাটন সহ অ্যাপল ইন্টেলিজেন্স, সবই পাবেন | iPhone 16e Top 5 Unique Feature

Scroll to Top