লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iPhone 15: সবচেয়ে কম দামে iPhone 15, অ্যামাজন নাকি ফ্লিপকার্টে কম দামে বিক্রি হচ্ছে | Iphone 15 low price Flipkart Amazon offer

Updated on:

অন্যান্য স্মার্টফোনের তুলনায় অ্যাপলের আইফোন বেশ ব্যয়বহুল। তাই বেশিরভাগ মানুষ ডিসকাউন্ট অফার সহ iPhone কিনতে চায়। আপনিও যদি এই মুহূর্তে অফার সহ অ্যাপলের স্মার্টফোন নিতে চান তাহলে সুখবর। বর্তমানে একটি আইফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অনেক দামে বিক্রি হচ্ছে। এই ফোনের নাম iPhone 15। ফ্লিপকার্ট এবং অ্যামাজন উভয় ই-কমার্স ওয়েবসাইটে এই আইফোন সিরিজের বিভিন্ন মডেলের উপর উল্লেখযোগ্য ছাড় পাওয়া যাচ্ছে।

ফ্লিপকার্টে iPhone 15 এর দাম

আইফোন ১৫ এর ১২৮ জিবি স্টোরেজ মডেলের দিম ৭৯,৯০০ টাকা। তবে ফ্লিপকার্ট এই মুহূর্তে ডিভাইসটির ব্ল্যাক ভ্যারিয়েন্টে ১৬% ছাড় দিচ্ছে। এই ফ্ল্যাট ছাড়ের পরে, আপনি ফোনটি মাত্র ৬৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে।

READ MORE:  ধামাকা সেলে দাম কমলো Motorola G45 ফোনের, ডিসকাউন্টে ১০ হাজার টাকায় কেনার সুযোগ

এছাড়া আপনি পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করেও ছাড় পেতে পারেন। এক্ষেত্রে ফ্লিপকার্ট পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৬৫,৬০০ টাকা সাশ্রয় করার সুযোগ দিচ্ছে।

অ্যামাজনে iPhone 15 এর উপর ডিসকাউন্ট অফার

ফ্লিপকার্টের তুলনায় অ্যামাজনে আইফোন ১৫ এর উপর বেশি টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আইফোন ১৫ এর ১২৮ জিবি ভ্যারিয়েন্ট বর্তমানে অ্যামাজনে মাত্র ৫৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এটি মাসিক ২,৭০১ টাকা ইএমআই দিয়েও বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে অ্যামাজন।

READ MORE:  iPhone 16e Offer:১০ হাজার টাকার ছাড়ে নতুন iPhone 16e, এখানে রয়েছে অবিশ্বাস্য অফার | iPhone 16e 10000 Rupees Discount

এছাড়াও আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার দিচ্ছে Amazon । এই প্ল্যাটফর্মে, আপনি আপনার পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে ৫৩,২০০ পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন।

iPhone 15 এর স্পেসিফিকেশন

আইফোন ১৫ এর বেস ভ্যারিয়েন্টে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা ডিসপ্লে আছে। এই ডিসপ্লে HDR10+, Dolby Vision এবং ২০০০ নিটস ব্রাইটনেস অফার করবে। এটি আইফোন ১৭ অপারেটিং সিস্টেমে চলবে। পারফরম্যান্সের জন্য এতে এ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।

READ MORE:  মিররলেস ক্যামেরা হিসাবে কাজ করবে স্মার্টফোন, Realme আনতে চলেছে বড় চমক | Realme Launch Mirrorless Camera Smartphone

ফটোগ্রাফির জন্য, এই ফোনে ৪৮ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেন্সর বর্তমান। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩৪৯ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.