লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iPhone 16 Discount: এমন অফার বারবার আসে না, iPhone 15 এর দামে বিক্রি হচ্ছে iPhone 16, কিনে ফেলুন | Flipkart Big Saving Days Sale

Published on:

গত বছর লঞ্চ হয়েছে iPhone 16 সিরিজ। এটি এখনও পর্যন্ত অ্যাপলের সবথেকে দামি এবং প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ। তবে iPhone 17 সিরিজ লঞ্চ হওয়ার তারিখ যত এগিয়ে আসছে ততই সস্তা হচ্ছে iPhone 16 সিরিজ। সম্প্রতি এক ই-কমার্স সাইটে সেল শুরু হয়েছে, সেখানে প্রায় আইফোন ১৫ এর সমান দামে পাওয়া যাচ্ছে আইফোন ১৬ স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক কত টাকা দাম কমেছে।

READ MORE:  Flipkart Big Saving Days Sale: অবিশ্বাস্য অফার, ৭ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারির ফোন | Motorola Smartphone Under 7000 Rupees

iPhone 16 সিরিজে বড় ছাড়

সম্প্রতি Flipkart এ শুরু হয়েছে Big Saving Day Sale। এই সেলে একাধিক স্মার্টফোনে ভালো অফার রয়েছে। তার মধ্যে একটি আইফোন ১৬। সাইটে, আইফোন ১৬-এর এন্ট্রি-লেভেল ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি এখন ৬৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। গত বছরের সেপ্টেম্বর যখন লঞ্চ হয় তখন দাম ছিল ৭৯,৯০০ টাকা। বর্তমানে, ৯,৯০১ টাকা কমে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন।

এছাড়াও, ক্রেতারা অ্যাক্সিস ব্যাংক কার্ড ব্যবহার করলে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এর অর্থ হল আইফোনটি প্রায় ৬৫,০০০ টাকায় কেনা যাবে। এর উপরে, পুরানো ফোন থেকে আইফোন ১৬-এ আপগ্রেড করার জন্য ৬০,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে।

READ MORE:  Amazon Electronics Premier League Sale: ১০ হাজার হাজার মধ্যে ৬ জিবি র‌্যাম সহ ১২৮ জিবি স্টোরেজ, Redmi 14C 5G সহ সেরা ৫ ফোন | Top 5 Smartphones under 10000

উল্লেখ্য, iPhone 15 এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের প্রারম্ভিক মূল্য ৬৯,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মজার বিষয় হল, আইফোন ১৬ লঞ্চের পর, এই পূর্ববর্তী মডেলের দাম ৭৯,৯০০ টাকা থেকে ১০,০০০ টাকা কমানো হয়েছিল। iPhone 15 বর্তমানে ই-কমার্স সাইটে ৬৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এবং ক্রেতারা এই মডেলটি কেনার সময় ব্যাংক ছাড় এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও পেতে পারেন।

READ MORE:  এক চুটকিতে স্মার্টফোন থেকে খালি হবে 7 জিবি স্টোরেজ, জেনে নিন কীভাবে

যারা এই মুহূর্তে আইফোন কেনার কথা ভাবছেন তারা এই অফারটি বিবেচনা করে দেখতে পারেন। আইফোন ১৬ সিরিজে বেশ কিছু প্রিমিয়াম এআই ফিচার এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি রয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.