লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iPhone 16 Pro Max Discount: বাম্পার ডিসকাউন্ট, ৫৬ হাজার টাকা পর্যন্ত ছাড়ে কিনে ফেলুন iPhone 16 প্রো এবং ম্যাক্স | iPhone 16 Pro Price

Published on:

iPhone 16 সিরিজ ২০২৪ সালের সবথেকে জনপ্রিয় স্মার্টফোনের শিরোপা অর্জন করেছে। এই ফোন এবার ব্যাপক ছাড়ে পাওয়া যাচ্ছে। অফারটি রয়েছে Amazon এবং Flipkart এ। প্রায় ৫৬,১৫০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে আইফোন ১৬ প্রো এবং ম্যাক্স মডেলে। এই দুটি মডেল আইফোন ১৬ সিরিজের টপ ভ্যারিয়েন্ট। শুধু ছাড় নয়, তার সঙ্গে রয়েছে ব্যাঙ্ক অফার।

আইফোন ১৬ প্রো ম্যাক্স

iPhone 16 Pro Max তিনটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে : ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি। যখন এটি প্রথম লঞ্চ হয়, তখন দাম ছিল যথাক্রমে ১,৪৪,৯০০ টাকা, ১,৬৪,৯০০ টাকা এবং ১,৮৪,৯০০ টাকা। বর্তমানে, Amazon এবং Flipkart উভয়ই প্ল্যাটফর্মেই আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের উপর ৭ হাজার টাকা ছাড় রয়েছে। আগ্রহী ক্রেতারা এটি যথাক্রমে : ১,৩৭,৯০০ টাকা, ১,৫৭,৯০০ টাকা এবং ১,৭৭,৯০০ টাকায় কিনতে পারবেন।

READ MORE:  Vivo X2000 FE Ultra: Vivo X200 FE ও Ultra ভারতে আসছে একসাথে! থাকছে ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

উপরন্তু, Amazon নির্বাচিত ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকদের ৩ হাজার টাকা ছাড় এবং Amazon Pay ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের প্রাইম সদস্য হলে ৫,৩৩৭ টাকা পর্যন্ত ক্যাশব্যাক প্রদান করছে। একইভাবে, Flipkart HSBC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৫ হাজার টাকা, SBI এবং Kotak ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্টে ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে সর্বাধিক ৪৩,১৫০ টাকা ছাড় পাবেন।

READ MORE:  DSLR ভুলে যাবেন! বিশ্বের সেরা স্মার্টফোন ক্যামেরার সঙ্গে লঞ্চ হচ্ছে Xiaomi 15 Ultra | Xiaomi 15 Ultra 200MP Periscope Telephoto Camera

আইফোন ১৬ প্রো

iPhone 16 Pro চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ : ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি। লঞ্চ হওয়ার সময় এর দাম ছিল যথাক্রমে – ১,১৯,৯০০ টাকা, ১,২৯,৯০০ টাকা, ১,৪৯, ৯০০ টাকা এবং ১,৬৯,৯০০ টাকা। এতেও রয়েছে সরাসরি ৭ হাজার টাকা ছাড়। গ্রাহকরা এটি কিনতে পারবেন যথাক্রমে – ১,১২,৯০০ টাকা, ১,২২,৯০০ টাকা, ১,৪২,৯০০ টাকা এবং ১,৬২,৯০০ টাকায়।

READ MORE:  Vivo V50 Lite 4G Features: 6500mah ব্যাটারির সঙ্গে 90 ওয়াট চার্জিং, দারুণ ফিচার্সের স্মার্টফোন লঞ্চ করছে Vivo | Vivo V50 Lite 4G Design Leaked

এছাড়াও, Amazon-এর পক্ষ থেকে নির্বাচিত কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৩,০০০ টাকা ছাড়, Amazon Pay ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রাইম সদস্য হলে ৩,৩৮৭ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। Flipkart-এর সাথে HSBC ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য ৫,০০০ টাকা, SBI এবং Kotak ক্রেডিট কার্ডধারীদের জন্য ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। এই ফোনের উপর এক্সচেঞ্জ ভ্যালু রয়েছে ৪৩,১৫০ টাকা পর্যন্ত।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.