লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iPhone 16e এই পাঁচ ফিচারের জন্য সেরা, অ্যাকশন বাটন সহ অ্যাপল ইন্টেলিজেন্স, সবই পাবেন | iPhone 16e Top 5 Unique Feature

Published on:

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লঞ্চ হয়েছে Apple iPhone 16e। ১৬ সিরিজে সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল হিসেবে এটি বাজারে এসেছে। এর দাম ৬০ হাজার টাকারও কম। ফোনটি বেশ কয়েকটি অনন্য ফিচার সহ লঞ্চ হয়েছে। এর মধ্যে আছে অ্যাকশন বাটন, অ্যাপল ইন্টেলিজেন্স, ইন-হাউস ৫জি মডেম ইত্যাদি। আসুন iPhone 16e এর সেরা পাঁচ ফিচার দেখে নেওয়া যাক।

iPhone 16e এর মুখ্য পাঁচ ফিচার

অ্যাকশন বাটন‌ সহ লঞ্চ হয়েছে আইফোন ১৬ই

আইফোন ১৬ই মডেলে রয়েছে একটি অ্যাকশন বাটন, যার মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র একটি ক্লিকে সহজেই বিভিন্ন কাজ করতে পারবেন, যেমন দ্রুত ক্যামেরা বা ফ্ল্যাশলাইট অন করা এবং রিং এবং সাইলেন্ট মোডের মধ্যে স্যুইচ করা। অ্যাকশন বাটন স্ন্যাপচ্যাটের ক্যামেরা চালু করা, ফোর্ডপাস দিয়ে গাড়ির দরজা খোলা ইত্যাদি কাজও করতে পারবে।

READ MORE:  ইউনিক ক্যামেরা ডিজাইন সহ আসছে আইফোন ১৭ ও আইফোন ১৭ প্রো, ফাঁস হল প্রথম ছবি

অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সাপোর্ট করবে

আইফোন ১৬ই অ্যাপল ইন্টেলিজেন্স এআই ফিচার সহ এসেছে। এটি নতুন আইফোনকে আরও বেশি সহায়ক ও শক্তিশালী করে তুলবে। এর ক্লিন-আপ টুলের সাহায্যে অপ্রয়োজনীয় আইটেমগুলি সহজেই ফটো থেকে সরানো যাবে। এছাড়া অ্যাকাউন্ট তৈরি না করেই বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন প্রসেসর সহ দ্রুত পারফরম্যান্স

আইফোন ১৬ই অ্যাপলের লেটেস্ট এ১৮ চিপ সহ লঞ্চ হয়েছে, যা দ্রুত, স্মুথ পারফরম্যান্স দেবে এবং অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করবে। এর ৬-কোর সিপিইউ আইফোন ১১ এর এ১৩ বায়োনিক চিপের চেয়ে ৮০ শতাংশ পর্যন্ত দ্রুত।

READ MORE:  কমদামে অজস্র ফিচার্স, ভারতে লঞ্চ হল Apple-র সবথেকে সস্তার IPhone 16e

অ্যাপলের প্রথম ইন-হাউস ৫জি মডেম ব্যবহার করা হয়েছে

এটি অ্যাপলের প্রথম ইন-হাউস ৫জি মডেম, সি১ সহ লঞ্চ হয়েছে। নতুন এই চিপ কোয়ালকমের মতো বাইরের চিপ সরবরাহকারীদের ওপর সংস্থার নির্ভরতা কমিয়ে দেবে। এই মডেম আইফোন ১৬ই মডেলকে মিলিমিটার-ওয়েভ ৫জি এর সাথে কানেক্ট হতে দেবে না, ফলে ঘনবসতিপূর্ণ শহুরে অঞ্চল, বিমানবন্দর বা স্টেডিয়ামের মতো জায়গা আপনি সুপার-ফাস্ট ৫জি স্পিড পাবেন। অ্যাপলের দাবি, নতুন সি১ মডেম ব্যাটারি লাইফ উন্নত করতে সাহায্য করবে।

বড় ডিসপ্লে ও দুর্দান্ত ক্যামেরা

নতুন iPhone 16e মডেলে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে যার রেজোলিউশন ১১৭০x২৫৩২ পিক্সেল। এই ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য অ্যাপলের সিরামিক শিল্ড উপাদানও ব্যবহার করা হয়েছে।

READ MORE:  Flipkart OMG Sale: আজ শেষ সুযোগ! iPhone 16 সবচেয়ে কম দামে কেনার সুযোগ, দেখুন অফার | IPhone 16 Price Offer

ফটোগ্রাফির জন্য, iPhone 16e হ্যান্ডসেটে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ একটি ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ১২ মেগাপিক্সেল ট্রুডেপথ ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

বিভিন্ন মডেলের দাম

ভারতে iPhone 16e এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯০০ টাকা, ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯০০ টাকা এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯০০ টাকা। ভারতে এর সেল বা বিক্রি ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এটি কালো ও সাদা রঙে এসেছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.