লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iPhone 16e- এর থেকেও ভাল ক্যামেরা রয়েছে এই ৫ ফোনে, Vivo X200 সহ আর কোন কোন মডেল আছে

Published on:

দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯ টাকা। একাধিক ফিচারে ঠাসা এই ডিভাইস। তবে যারা ক্যামেরা-কেন্দ্রিক ফোন খুঁজছেন, তারা এই আইফোন ১৬ই এর বদলে এই ৫ স্মার্টফোন বিবেচনা করতে পারেন। তার আগে জানিয়ে রাখি, আইফোন ১৬ই-তে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

iPhone 16e-এর থেকে এই ৫ ফোনে ভাল ক্যামেরা

OnePlus 13R

এই স্মার্টফোনে ট্রিপল-ক্যামেরা সিস্টেম আছে। যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (সনি LYT-৭০০), ৩x অপটিক্যাল জুম-সহ একটি ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। ৪০ হাজার টাকার মধ্যে দাম রয়েছে ফোনের।

READ MORE:  দাম কমলো Samsung, Vivo Realme ফোনের, ১৬ হাজার টাকার কমে কিনুন | Best 50MP Camera 6GB Ram Smartphones Under 16000

Samsung Galaxy S24 FE

এতে পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ৩x অপটিক্যাল জুম, এবং OIS-সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স আছে। সেলফি তোলা এবং ভিডিয়ো কল করার জন্য এতে ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

READ MORE:  ১৫ হাজার টাকার কম দামে অস্থির ফিচারের সেরা স্মার্টফোন, Vivo, Realme, Motorola আছে লিস্টে

OnePlus 12

ওয়ানপ্লাস ১২ একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এতে রয়েছে Hasselblad এর ট্রিপল ক্যামেরা সিস্টেম। পাশাপাশি স্মার্টফোনটিকে শক্তিশালী করে তোলে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। বাজারে এটির দাম ৬৪,৯৯৯ টাকা।

Vivo X200

এই বছরের অন্যতম সেরা ক্যামেরা-কেন্দ্রিক স্মার্টফোন ভিভো এক্স২০০। অসাধারণ Zeiss অপটিক্স এবং Zeiss টি লেন্সের আবরণ-সহ ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এতে। এই স্মার্টফোনে পেশাদার মানের ফটোগ্রাফির অভিজ্ঞতা পাওয়া যাবে বলে দাবি কোম্পানির।

READ MORE:  ৬৯৯৯ টাকা থেকে শুরু ১২ জিবি র‌্যাম ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার এই তিন Motorola ফোন | Best Motorola Smartphone Under Price Rs 6999

Motorola Edge 50 Ultra

মোটোরোলা এজ ৫০ আল্ট্রা ফোনে ট্রিপল-লেন্সের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে ৩x অপটিক্যাল জুম-সহ ৬৪ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর। সামনেও রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.