iPhone 16e- এর থেকেও ভাল ক্যামেরা রয়েছে এই ৫ ফোনে, Vivo X200 সহ আর কোন কোন মডেল আছে
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯ টাকা। একাধিক ফিচারে ঠাসা এই ডিভাইস। তবে যারা ক্যামেরা-কেন্দ্রিক ফোন খুঁজছেন, তারা এই আইফোন ১৬ই এর বদলে এই ৫ স্মার্টফোন বিবেচনা করতে পারেন। তার আগে জানিয়ে রাখি, আইফোন ১৬ই-তে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
এই স্মার্টফোনে ট্রিপল-ক্যামেরা সিস্টেম আছে। যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (সনি LYT-৭০০), ৩x অপটিক্যাল জুম-সহ একটি ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। ৪০ হাজার টাকার মধ্যে দাম রয়েছে ফোনের।
এতে পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ৩x অপটিক্যাল জুম, এবং OIS-সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স আছে। সেলফি তোলা এবং ভিডিয়ো কল করার জন্য এতে ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ওয়ানপ্লাস ১২ একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এতে রয়েছে Hasselblad এর ট্রিপল ক্যামেরা সিস্টেম। পাশাপাশি স্মার্টফোনটিকে শক্তিশালী করে তোলে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। বাজারে এটির দাম ৬৪,৯৯৯ টাকা।
এই বছরের অন্যতম সেরা ক্যামেরা-কেন্দ্রিক স্মার্টফোন ভিভো এক্স২০০। অসাধারণ Zeiss অপটিক্স এবং Zeiss টি লেন্সের আবরণ-সহ ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এতে। এই স্মার্টফোনে পেশাদার মানের ফটোগ্রাফির অভিজ্ঞতা পাওয়া যাবে বলে দাবি কোম্পানির।
মোটোরোলা এজ ৫০ আল্ট্রা ফোনে ট্রিপল-লেন্সের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে ৩x অপটিক্যাল জুম-সহ ৬৪ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর। সামনেও রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
শ্বেতা মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস থেকে বেশ কিছু নিয়মে বদল ঘটেছে। তো আবার বেশ কিছু…
প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চ পড়তে না পড়তেই গরমে প্রকোপে এক্কেবারে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর (Weather Update)।…
Realme সম্প্রতি ভারতে P3 সিরিজের নতুন ফোন নিয়ে এসেছে। বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচার এই সিরিজের…
প্রীতি পোদ্দার, কলকাতা: যে হারে সড়ক দুর্ঘটনার পরিমাণ অহরহ বাড়ছে, তার রাশ টানতে প্রায় সময়েই…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স হয়েছে আন্দ্রে রাসেলের। শরীরে বার্ধক্যের ছাপও খানিকটা পরিষ্কার। তবে দৈহিক কসরত…
ভারতীয় রেলের বিশেষ উদ্যোগে এবার তীর্থভ্রমণ করতে আর খরচের চিন্তা নেই। ট্রেনে চেপে গোটা দেশ…
This website uses cookies.