iPhone 16e নাকি iPhone 16, সস্তা দুই আইফোনের মধ্যে কোনটা কেনা লাভজনক | iPhone 16e vs iPhone 16 Comparison Price in India
Apple গতকাল অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি লঞ্চ করেছে iPhone 16e। একে এসই লাইনআপের পরিবর্তে আনা হয়েছে। নতুন ডিভাইসটি কয়েক মাস আগে বাজারে আসা iPhone 16 লাইনআপের অংশ। গত সেপ্টেম্বরে এই সিরিজের সবচেয়ে সস্তা মডেল হিসেবে এসেছিল iPhone 16। কিন্তু নয়া ফোনটি এর থেকেও কম দামে লঞ্চ হয়েছে। ফলে কোন ডিভাইসটি কেনা লাভজনক হবে তা নিয়ে মনে প্রশ্ন জাগতে শুরু করেছে অনেকের। এই কারণে আজ আমরা iPhone 16e ও iPhone 16 এর দাম ও স্পেসিফিকেশনের পার্থক্য আপনাদের সামনে তুলে ধরবো।
নতুন আইফোন ১৬ই এর ডিজাইন আইফোন ১৪ মডেলের মতোই হলেও এতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ভাইব্রেশন টগলের পরিবর্তে নতুন ফোনে রয়েছে অ্যাকশন বাটন। আইফোন ১৬ এর মতো নয়া ভার্সনে ফ্ল্যাট বক্সি ডিজাইন দেখা যাবে। উভয় ফোনই অ্যালুমিনিয়াম এবং গ্লাস বিল্ড অফার করে। নতুন আইফোন ১৬ই কালো এবং সাদা রঙে পাওয়া যাবে, যেখানে আইফোন ১৬ আল্ট্রামেরিন, টিল, গোলাপী, সাদা এবং কালো রঙে এসেছে।
আইফোন ১৬ই এবং আইফোন ১৬ উভয়ই প্রায় একই রকম ডিসপ্লে সহ এসেছে। ৬.১-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে আছে, যা ৪৬০ পিপিআই পিক্সেল ডেন্সিটি, ট্রু টোন বা হ্যাপটিক টাচের মতো ফিচার সাপোর্ট করবে। প্রধান পার্থক্য হ’ল আইফোন ১৬ এর ডায়নামিক আইল্যান্ড ফিচার আছে, যেখানে আইফোন ১৬ই মডেলে স্ট্যান্ডার্ড নচ দেওয়া হয়েছে।
উভয় ডিভাইসেই ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ অ্যাপলের লেটেস্ট ইমেজিং প্রযুক্তি বর্তমান। তবে আইফোন ১৬ মডেলে অতিরিক্ত আল্ট্রা-ওয়াইড লেন্স এবং কিছু উন্নত ফটোগ্রাফি ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। ফলে আপনি যদি জুম, ওয়াইড শট এবং কম্পিউটেশনাল ফটোগ্রাফির মতো সুবিধা চান তবে আইফোন ১৬ আরও ভাল হবে।
পারফরম্যান্সের ক্ষেত্রে, iPhone 16 এবং iPhone 16e উভয়ই Apple এর নতুন A18 চিপ দ্বারা চালিত। এই চিপসেটটি ৬-কোর সিপিইউ এর সাথে চমৎকার মাল্টিটাস্কিং এবং পাওয়ার এফিসিয়েন্সি অফার করে। পার্থক্য দুটি ফোনের জিপিইউতে। আগের মডেলে ৫-কোর জিপিইউ রয়েছে, যেখানে নতুন ফোনে ৪-কোর জিপিইউ দেওয়া হয়েছে। তবে পারফরম্যান্সে এই ব্যবধান খুব একটা পার্থক্য তৈরি করবে না।
অ্যাপলের দাবি, আইফোন ১৬ই ফুল চার্জে ২৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম দিতে পারে। যেখানে আইফোন ১৬ ফোনটি ২২ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম অফার করে। সামগ্রিকভাবে, উভয় ডিভাইস ব্যাটারি লাইফের ক্ষেত্রে শক্তিশালী।
নতুন আইফোন ১৬ই এর ভারতীয় বাজারে দাম শুরু হয়েছে ৫৯,৯০০ টাকা থেকে। তুলনায়, আইফোন ১৬ এর প্রারম্ভিক মূল্য ৭৯,৯০০ টাকা। উভয় ডিভাইস তিনটি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে।
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস শেষ হওয়ার আগে ফের একবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক…
আপনি কি মে মাসে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান? তাহলে আগে থেকেই মে মাসের…
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
This website uses cookies.