লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iPhone 16e লঞ্চের পরেই তিনটি আইফোন মডেল বন্ধ করে দিল Apple, কেন এই সিদ্ধান্ত

Published on:

গতকাল, Apple তাদের ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফোর্থ জেনারেশন বাজেট আইফোন, iPhone 16e লঞ্চ করেছে। তবে এটি আত্মপ্রকাশ করতেই পুরনো কয়েকটি আইফোন মডেল তাদের অনলাইন স্টোর থেকে সরিয়ে ফেলেছে। যেগুলির মধ্যে রয়েছে iPhone SE (2022), iPhone 14 এবং iPhone 14 Plus। অর্থাৎ এগুলি আর অ্যাপল থেকে সরাসরি কেনার জন্য উপলব্ধ হবে না।

READ MORE:  iPhone 16e Launched: কোটি কোটি ভক্তের অপেক্ষা সার্থক! বাজার কাঁপিয়ে সবচেয়ে সস্তায় লঞ্চ হল iPhone 16e | iPhone 16e Price in India

iPhone SE (2022) ও iPhone 14 Plus সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলেও, iPhone 14 এখনও থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষের খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি হচ্ছে। iPhone SE 3 বন্ধ হওয়ার মূল কারণ হল iPhone 16e মডেলটির আগমন, যা ক্যামেরা থেকে শুরু করে, ডিসপ্লে, প্রসেসরে বিপুল আপগ্রেড অফার করছে। এতে iPhone 16 সিরিজে ব্যবহৃত পাওয়ারফুল A18 চিপসেট রয়েছে।

READ MORE:  ভরপুর চমক নিয়ে আগামীকাল লঞ্চ হচ্ছে iPhone SE 4, ওলেড ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা সহ থাকবে এই ফিচার

এসই ছিল অ্যাপলের টাচ আইডি সহ শেষ কমপ্যাক্ট আইফোন। কিন্তু লেটেস্ট ফুল-স্ক্রিন ডিজাইনের আধিপত্যের কারণে ফোনটি তার জৌলুস হারাতে শুরু করে। অন্যদিকে, iPhone 14 Plus মডেলের বন্ধ হয়ে যাওয়া অবাক করার মতো নয়। প্লাস ভেরিয়েন্টটি জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হয়েছে। চাহিদা অনুযায়ী বিক্রি কম হওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।

READ MORE:  Xiaomi থেকে Samsung, কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর আছে এই ফোনগুলিতে | Qualcomm Snapdragon 8 Elite Powered Smartphone List

অ্যাপলের লেটেস্ট মডেলগুলির জন্য এমনতেই দু’বছরের বেশি পুরনো আইফোন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এদিকে, অ্যাপল স্টোরে স্ট্যান্ডার্ড iPhone 14 না থাকলেও অনুমোদিত রিসেলারদের মাধ্যমে পাওয়া যাচ্ছে। যাদের লেটেস্ট ফিচার্সের প্রয়োজন নেই কিন্তু আরও সাশ্রয়ী মূল্যে একটি আইফোন কিনতে চান, তাদের জন্য এটি এখনও দারুণ বলা চলে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.