iPhone 16e লঞ্চের পরেই তিনটি আইফোন মডেল বন্ধ করে দিল Apple, কেন এই সিদ্ধান্ত
গতকাল, Apple তাদের ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফোর্থ জেনারেশন বাজেট আইফোন, iPhone 16e লঞ্চ করেছে। তবে এটি আত্মপ্রকাশ করতেই পুরনো কয়েকটি আইফোন মডেল তাদের অনলাইন স্টোর থেকে সরিয়ে ফেলেছে। যেগুলির মধ্যে রয়েছে iPhone SE (2022), iPhone 14 এবং iPhone 14 Plus। অর্থাৎ এগুলি আর অ্যাপল থেকে সরাসরি কেনার জন্য উপলব্ধ হবে না।
iPhone SE (2022) ও iPhone 14 Plus সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলেও, iPhone 14 এখনও থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষের খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি হচ্ছে। iPhone SE 3 বন্ধ হওয়ার মূল কারণ হল iPhone 16e মডেলটির আগমন, যা ক্যামেরা থেকে শুরু করে, ডিসপ্লে, প্রসেসরে বিপুল আপগ্রেড অফার করছে। এতে iPhone 16 সিরিজে ব্যবহৃত পাওয়ারফুল A18 চিপসেট রয়েছে।
এসই ছিল অ্যাপলের টাচ আইডি সহ শেষ কমপ্যাক্ট আইফোন। কিন্তু লেটেস্ট ফুল-স্ক্রিন ডিজাইনের আধিপত্যের কারণে ফোনটি তার জৌলুস হারাতে শুরু করে। অন্যদিকে, iPhone 14 Plus মডেলের বন্ধ হয়ে যাওয়া অবাক করার মতো নয়। প্লাস ভেরিয়েন্টটি জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হয়েছে। চাহিদা অনুযায়ী বিক্রি কম হওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।
অ্যাপলের লেটেস্ট মডেলগুলির জন্য এমনতেই দু’বছরের বেশি পুরনো আইফোন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এদিকে, অ্যাপল স্টোরে স্ট্যান্ডার্ড iPhone 14 না থাকলেও অনুমোদিত রিসেলারদের মাধ্যমে পাওয়া যাচ্ছে। যাদের লেটেস্ট ফিচার্সের প্রয়োজন নেই কিন্তু আরও সাশ্রয়ী মূল্যে একটি আইফোন কিনতে চান, তাদের জন্য এটি এখনও দারুণ বলা চলে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.