Apple সম্প্রতি ভারতে সস্তা আইফোন মডেল হিসেবে iPhone 16e লঞ্চ করেছে। এই মডেলটি এখন সস্তায় পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইট Amazon ও Vijay Sales এখন এই আইফোনটি কম দামে কেনার সুযোগ দিচ্ছে। ব্যাঙ্ক ও ইএমআই অফার সহ ডিভাইসটি সাশ্রয়ী মূল্যে নিজের করা যাবে। ফিচারের কথা বললে, iPhone 16e মডেলে রয়েছে A18 চিপসেট, অ্যাপল ইন্টেলিজেন্স, ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং C1 মডেম।
iPhone 16e এর দাম ও অফার
অ্যামাজনে আইফোন ১৬ই এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৫৯,৯০০ টাকা, তবে ব্যাঙ্ক ও ইএমআই অফার সহ এটি ৫২,৯০০ টাকায় কেনা যাবে। আবার ২৫৬ জিবি মডেলটি ৬৯,৯০০ টাকার পরিবর্তে ৬২,৯৯০ টাকায় পাওয়া যাবে। আর ৫১২ জিবি মডেলটির দাম ৮৯,৯০০ টাকা হলেও, এটি ৮১,৪০০ টাকায় বাড়ি আনা যাবে।
আবার ভিজয় সেলসে আইফোন ১৬ই মডেল কেনার সময় ICICI, Axis, এবং Kotak ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে ৪,০০০ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আর HDFC ব্যাঙ্কের কার্ডধারীরা ইএমআইতে আরও ৩,৫৫০ টাকা ছাড় পাবেন।
iPhone 16e এর ফিচার
আইফোন ১৬ই ফোনে আছে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে এ১৮ বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনে ৬.১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে।