iPhone 16e Sales: কম দামে ফাটাফাটি ফিচার, iPhone SE-র থেকে নতুন iPhone 16e এর বিক্রি বাড়লো ৬০ শতাংশ | iPhone 16e Price

অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির জন্য আয়ের বাক্স ক্রমশ ভর্তি করছে এই ডিভাইস। চীনের কোম্পানি যেমন – শাওমি, ভিভো এবং হুয়াওয়ের মতো ব্র্যান্ডগুলির ফোনকে টেক্কা দিচ্ছে iPhone 16e। শুক্রবার একটি রিপোর্ট প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)।

এই রিপোর্ট অনুযায়ী, iPhone 16e চীনে iPhone SE-এর তুলনায় ৬০ শতাংশ বেশি বিক্রি হয়েছে। তবে, এই বৃদ্ধি অ্যাপলের পক্ষে গত বছরের বিক্রিকে ছাড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট নাও হতে পারে বলে দাবি করা হচ্ছে। কারণ বাজার বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের সামগ্রিক বিক্রি দুই শতাংশ হ্রাস পেতে পারে।

READ MORE:  Realme P3 Pro and Realme P3x Launched: Realme P3 Pro ও Realme P3x ভারতে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 6000mah ব্যাটারির সঙ্গে লঞ্চ হল | Realme P3 Pro and Realme P3x Price in India

আইডিসির সিনিয়র ডিরেক্টর নাবিলা পোপাল বলেন, “অ্যান্ড্রয়েডের প্রতিযোগিতা আরও শক্তিশালী হবে। জাতীয় চীনা ভর্তুকি ব্যবস্থার ফলে বাড়তি সাহায্য পাবে অ্যান্ড্রয়েড ফোনের বাজার, যা অ্যাপলের চেয়ে অ্যান্ড্রয়েডকে উল্লেখযোগ্যভাবে বেশি উপকৃত করবে।”

উল্লেখ্য, উৎসবের মরশুমে আইফোনের বিক্রি ১১ শতাংশ কমেছে। তবে আইফোনের ক্ষেত্রে চীন ধীরে ধীরে তাদের হারানো অবস্থান পুনরুদ্ধার করছে বলে জানা গিয়েছে। ভারতের মতো অন্যান্য মূল্য-সংবেদনশীল বাজারেও অ্যাপলের বিক্রি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  ধামাকা সেলে দাম কমলো Motorola G45 ফোনের, ডিসকাউন্টে ১০ হাজার টাকায় কেনার সুযোগ

তৃতীয় প্রজন্মের iPhone SE-কে প্রতিস্থাপন করেছে iPhone 16e। যা আগে অ্যাপলের সবথেকে কম দামি স্মার্টফোন ছিল। নতুন যে আইফোন ১৬ই লঞ্চ হয়েছে তার দাম ৫৯,৯০০ টাকা। যদিও এটি বন্ধ হয়ে যাওয়া আইফোন এসই-এর তুলনায় কিছুটা দামি। তবে এ কথা অস্বীকার করার জায়গা নেই যে, এই দামে অ্যাপল যে ফিচার্ বা সুবিধা দিচ্ছে তার থেকে ভালো বৈশিষ্ট্য সম্পন্ন একাধিক অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে বাজারে।

READ MORE:  iPhone 16e এই পাঁচ ফিচারের জন্য সেরা, অ্যাকশন বাটন সহ অ্যাপল ইন্টেলিজেন্স, সবই পাবেন | iPhone 16e Top 5 Unique Feature

Scroll to Top