iPhone 17 Air Price: থাকবে না কোনো সিম ট্রে বা চার্জিং পোর্ট, সবচেয়ে পাতলা iPhone 17 Air এর দাম কত রাখা হবে | iPhone 17 Air SIM Tray Free Smartphone

আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে iPhone 17 Air। তার আগে বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটি সম্পর্কে নানান তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই জানা গেছে যে এই ফোনটি সবচেয়ে পাতলা আইফোন হবে। রিপোর্ট অনুযায়ী, iPhone 17 Air মাত্র ৫.৫মিমি পুরু হতে পারে। আজ আবার এর ডিজাইন, ডিসপ্লে ও দাম ফাঁস হয়েছে। এর সাথে দাবি করা হয়েছে যে, ডিভাইসটির পাতলা ডিজাইনের কারণে এতে কোনো ফিজিক্যাল সিম ট্রে থাকবে না।

READ MORE:  iPhone 13 Discount: অ্যান্ড্রয়েডের দামে আইফোন, ১৯ হাজার টাকা ডিসকাউন্টে iPhone 13, ধামাকা অফার | Iphone 13 under rs 20000 in Amazon

ব্লুমবার্গের এই রিপোর্টে বলা হয়েছে, আইফোন ১৭ এয়ার ফোনে কোনও চার্জিং পোর্টও থাকবে না। আর এই নতুন আইফোন যদি বাজারে জনপ্রিয়তা পায় তাহলে সংস্থাটি পোর্ট-ফ্রি আইফোন তৈরির চেষ্টা করবে। এছাড়া অ্যাপল ভবিষ্যতে এই ধরনের পাতলা ডিজাইনের মডেল আরও আনতে পারে।

iPhone 17 Air এর ফিচার (লিক)

অ্যাপলের নতুন আইফোনে থাকবে ৬.৬ ইঞ্চির বড় ডিসপ্লে। পাতলা ডিজাইন সত্ত্বেও, iPhone 17 Air-এ প্রচুর ফ্ল্যাগশিপ ফিচার পাওয়া যাবে। আর আইফোনের প্রো মডেলগুলির মতো ডায়নামিক আইল্যান্ড কাটআউট ও পাতলা বেজেল থাকবে আসন্ন মডেলে। এছাড়া এতে আইফোন ১৬ লাইনআপের ক্যামেরা কন্ট্রোল বাটন দেওয়া হবে।

READ MORE:  iPhone 17 Pro Max Camera: Redmi-দের ঘুম ওড়াবে iPhone 17 Pro Max, প্রথমবার আসছে ৪৮+৪৮+৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে | iPhone 17 Pro Max Features

এদিকে আইফোন ১৭ এয়ার ডিভাইসে ১২০ হার্টজ প্রোমোশন ডিসপ্লে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে, যা সাধারণত আইফোনের প্রো মডেলগুলিতে দেওয়া হয়। এবং পারফরম্যান্সের জন্য এতে Apple A19 চিপ ব্যবহার করা হবে। এর পাশাপাশি এই ডিভাইসে একটি ক্যামেরা থাকতে পারে।

iPhone 17 Air এর দাম

iPhone 17 Air এর দাম প্রায় ৯০০ ডলার (প্রায় ৮০,০০০ টাকা) রাখা হবে বলে জানা গেছে। এটি iPhone 16 Plus পরিবর্তে চলতি বছরে বাজারে আসবে।

READ MORE:  আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে সস্তা iPhone SE 4, কী কী ফিচার থাকবে দেখে নিন

Scroll to Top