চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে আসবে আইফোন ১৭ সিরিজ। তার আগে এই সিরিজের iPhone 17 Air মডেল নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। মাত্র ২৪ ঘণ্টা আগে এর একটি ভিডিও ফাঁস হয়, যেখানে ডিভাইসটিকে একজনের হাতে দেখা যায়। এখন আবার iPhone 17 সিরিজের ডামি ইউনিটের ছবি ফাঁস হয়েছে, যেখান থেকে প্রতিটি মডেলের সাইজ ও ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
iPhone 17 সিরিজে থাকবে মোট চারটি ফোন- আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, কালো ডামি ইউনিটে বাম থেকে ডানে রয়েছে আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলগুলি। আর, সাদা ডামি ইউনিটগুলো সাজানো হয়েছে উল্টোভাবে – বাম থেকে ডানে আইফোন ১৭ প্রো ম্যাক্স, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ এয়ার এবং আইফোন ১৭।
বলার অপেক্ষা রাখে না যে, নতুন সিরিজের সবচেয়ে আলোচিত মডেল হল আইফোন ১৭ এয়ার। এর ডিজাইন শুধু ইউনিক হবে না, ফিচারেও থাকবে চমক। রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৭ এয়ার হবে মাত্র ৫.৬৫ মিমি পুরু – যা একে সবচেয়ে পাতলা আইফোন করে তুলবে।
এতে লেটেস্ট প্রসেসর ব্যবহার করা হবে বলে অনুমান করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য পিছনে থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। আবার সামনে ১২ বা ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। যদিও ডিজাইন পাতলা হওয়ার কারণে এর ব্যাটারি ক্যাপাসিটি কিছুটা কম থাকবে।