iPhone 17 Series Launch Timeline: iPhone 17 সিরিজে চমকের শেষ থাকবে না, বড় ডিসপ্লে সহ থাকবে আরও ভালো সেলফি ক্যামেরা | iPhone 17 Plus Price
সম্প্রতি ভারত সহ বিশ্বের বাজারে লঞ্চ হয়েছে iPhone 16e। এর পরপরই সংস্থাটি পরবর্তী নম্বর সিরিজ নিয়ে কাজ শুরু করেছে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে, অ্যাপল চলতি বছরের সেপ্টেম্বরে iPhone 17 সিরিজ লঞ্চের জন্য একটি ইভেন্টের আয়োজন করবে। আর নতুন আইফোন মডেলগুলি উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে আসবে। রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই বছর, অ্যাপল চারটি মডেল আনবে – iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। অর্থাৎ iPhone 17 Plus মডেলটি এবছর আসবে না।
টাইমস নাউ জানিয়েছে, ২০২৫ সালের ১১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে আইফোন ১৭ লঞ্চ করবে অ্যাপল। আর আশা করা হচ্ছে যে, ভারতে এই সিরিজের দাম শুরু হবে ৭৯,৯০০ টাকা থেকে। অন্যান্য মডেলের দামও পূর্বসূরিদের মতোই হবে।
রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৭ দেখতে আইফোন ১৬ এর মতোই হবে, তবে এতে কিছুটা বড় ৬.৩-ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। এর ডিসপ্লেতে উন্নত অ্যান্টি-রিফ্লেক্টিভ লেপ ব্যবহার করা হবে, এটি আরও ভালো স্ক্র্যাচ প্রতিরোধী হবে।
আইফোন ১৭ সিরিজের সবগুলি মডেলে হিটিং সমস্যা সমাধান করতে ভেপার চেম্বার কুলিং সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে, যা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য আরও ভাল পারফরম্যান্স নিশ্চিত করবে। অ্যাপল আপগ্রেড ৩ এনএম প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি এ১৯ সিরিজের চিপ আসন্ন মডেলগুলিতে ব্যবহার করবে। হ্যান্ডসেটগুলি ৮ জিবি র্যাম সহ আসবে। অ্যাপলের ওয়াই-ফাই ৭ ও ব্লুটুথ চিপ থাকবে।
আইফোন ১৭ সিরিজের সবচেয়ে বড় ক্যামেরা আপগ্রেড দেখা যাবে সেলফি ক্যামেরায়। মডেলগুলিতে ১২ মেগাপিক্সেলের পরিবর্তে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর পাশাপাশি আইফোন ১৭ মডেলটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা সহ আসবে বলে আশা করা হচ্ছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর (Kolkata Metro) প্রতি নিত্য যাত্রীদের ভরসা…
রিলায়েন্স জিও সম্প্রতি একটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র ৮৯৫-তে…
সৌভিক মুখার্জী, কলকাতা: অক্ষয় তৃতীয়ার আগের দিন সোনার বাজারে বড়সড় ধাক্কা। হু হু করে বাড়লো…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনামি ফুটবলারদের সঙ্গে নিয়েই কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে সুপার কাপের (Super Cup 2025)…
This website uses cookies.