লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iPhone SE 4: iPhone SE 4 কবে লঞ্চ হবে? অপেক্ষার অবসান ঘটিয়ে তারিখ ঘোষণা করল Apple | iPhone SE 4 Launch Date

Published on:

Apple নতুন বছরে তাদের প্রথম বড় প্রোডাক্ট সামনে আনার জন্য প্রস্তুত। মার্কিন টেক জায়ান্টটির চলতি বছরের প্রথম লঞ্চ ইভেন্ট আগামী বুধবার, অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অ্যাপলের সিইও টিম কুক তাঁর এক্স (পূর্বনাম টুইটার) পোস্টে তারিখটি নিশ্চিত করেছেন। “পরিবারের নতুন সদস্যের সাথে দেখা করার জন্য প্রস্তুত হোন” বার্তা দিয়ে লঞ্চ ইভেন্ট টিজ করেছেন তিনি। কী প্রকাশ্যে আসবে তা অবশ্য সরাসরি বলেনি সংস্থা। তবে সেদিন বাজেট আইফোন অর্থাৎ iPhone SE 4 লঞ্চ হবে বলেই প্রবল জল্পনা চলছে।

READ MORE:  Flipkart Big Saving Days Sale: ভিভোর সবচেয়ে সেরা ক্যামেরা স্মার্টফোনে ৫৫০০ টাকা ডিসকাউন্ট, Vivo X200 5G লোভনীয় অফারে কিনুন | Vivo X200 5G Price Cut

১৯ ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত iPhone SE 4-এর পাশাপাশি, নতুন MacBook Air, নতুন iPad, এবং Vision Pro হেডসেটও আত্মপ্রকাশ করতে পারে। তবে লঞ্চ ইভেন্টের প্রধান আকর্ষণ হবে বাজেট আইফোন। কারণ ২০২২ সালের পর থেকে SE সিরিজের নতুন কোনও মডেল বাজারে আসেনি। তাই ক্রেতাদের মধ্যে উন্মাচনা তুঙ্গে। নতুন মডেলটির ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা ও প্রসেসর বিভাগে বড় আপগ্রেড থাকতে পারে।

READ MORE:  অ্যাপলের নয়া চমক, একসঙ্গে আসছে iPhone SE 4, Macbook Air M4- সহ একাধিক প্রোডাক্ট

iPhone SE 4 মডেলে কী কী পরিবর্তন আসবে

আইফোন এসই ৪ অনেকটা আইফোন ১৪-এর মতো দেখতে হবে। হোম বাটল ও পুরু বেজেল থাকবে না। চার্জের জন্য মিলবে ইউএসবি-সি পোর্ট। ৬.১ ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকতে পারে,তবে এতে ফ্ল্যাগশিপ আইফোন মডেলগুলির মতো ডাইনামিক আইল্যান্ড থাকবে না। হাই-পারফরম্যান্সের জন্য লেটেস্ট এ১৮ প্রসেসর ব্যবহার হবে, যা বর্তমান আইফোন ১৬ সিরিজেও রয়েছে।

READ MORE:  আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে সস্তা iPhone SE 4, কী কী ফিচার থাকবে দেখে নিন

আইফোন এসই ৪ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স অফার করবে। বেস মডেলে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মিলবে। ব্যাক প্যানেলে একটাই ক্যামেরা থাকবে আর সেটা ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালের মডেলটিতে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ছিল। এছাড়া, ফ্রন্ট ক্যামেরাটিও ১২ মেগাপিক্সেলের সেন্সরে আপগ্রেড হওয়ার সম্ভাবনা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.