iPhone SE 4: iPhone SE 4 কবে লঞ্চ হবে? অপেক্ষার অবসান ঘটিয়ে তারিখ ঘোষণা করল Apple | iPhone SE 4 Launch Date
Apple নতুন বছরে তাদের প্রথম বড় প্রোডাক্ট সামনে আনার জন্য প্রস্তুত। মার্কিন টেক জায়ান্টটির চলতি বছরের প্রথম লঞ্চ ইভেন্ট আগামী বুধবার, অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অ্যাপলের সিইও টিম কুক তাঁর এক্স (পূর্বনাম টুইটার) পোস্টে তারিখটি নিশ্চিত করেছেন। “পরিবারের নতুন সদস্যের সাথে দেখা করার জন্য প্রস্তুত হোন” বার্তা দিয়ে লঞ্চ ইভেন্ট টিজ করেছেন তিনি। কী প্রকাশ্যে আসবে তা অবশ্য সরাসরি বলেনি সংস্থা। তবে সেদিন বাজেট আইফোন অর্থাৎ iPhone SE 4 লঞ্চ হবে বলেই প্রবল জল্পনা চলছে।
১৯ ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত iPhone SE 4-এর পাশাপাশি, নতুন MacBook Air, নতুন iPad, এবং Vision Pro হেডসেটও আত্মপ্রকাশ করতে পারে। তবে লঞ্চ ইভেন্টের প্রধান আকর্ষণ হবে বাজেট আইফোন। কারণ ২০২২ সালের পর থেকে SE সিরিজের নতুন কোনও মডেল বাজারে আসেনি। তাই ক্রেতাদের মধ্যে উন্মাচনা তুঙ্গে। নতুন মডেলটির ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা ও প্রসেসর বিভাগে বড় আপগ্রেড থাকতে পারে।
আইফোন এসই ৪ অনেকটা আইফোন ১৪-এর মতো দেখতে হবে। হোম বাটল ও পুরু বেজেল থাকবে না। চার্জের জন্য মিলবে ইউএসবি-সি পোর্ট। ৬.১ ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকতে পারে,তবে এতে ফ্ল্যাগশিপ আইফোন মডেলগুলির মতো ডাইনামিক আইল্যান্ড থাকবে না। হাই-পারফরম্যান্সের জন্য লেটেস্ট এ১৮ প্রসেসর ব্যবহার হবে, যা বর্তমান আইফোন ১৬ সিরিজেও রয়েছে।
আইফোন এসই ৪ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স অফার করবে। বেস মডেলে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মিলবে। ব্যাক প্যানেলে একটাই ক্যামেরা থাকবে আর সেটা ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালের মডেলটিতে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ছিল। এছাড়া, ফ্রন্ট ক্যামেরাটিও ১২ মেগাপিক্সেলের সেন্সরে আপগ্রেড হওয়ার সম্ভাবনা।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.