IPL শুরুর আগেই JioHotstar সাবস্ক্রিপশন সহ নতুন রিচার্জ প্ল্যান আনল Jio
পূজা মন্ডল, কলকাতা: IPL-এর নতুন সিজন আজ অর্থাৎ ২২ মার্চ থেকে শুরু হচ্ছে। আর নতুন সিজন শুরুর আগে জিও তাদের কোটি কোটি ব্যবহারকারীদের জন্য নতুন একটি প্ল্যান লঞ্চ করেছে, যেখানে ৯০ দিন পর্যন্ত ফ্রি জিওহটস্টারের সাবস্ক্রিপশন (JioHotstar Subscription) পাওয়া যাবে। এছাড়াও এখানে গ্রাহক আনলিমিটেড কলিং, ডেটা ইত্যাদির সুবিধা রয়েছে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ ২০২৫-এর সম্প্রচার জিওর ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টার থেকে করা হবে।
জিওর এই প্ল্যানটির মূল্য ২৯৯ টাকা। এখানে ব্যবহারকারীরা ২৮ দিনের বৈধতা পাবেন। এর সাথে পুরো ভারতজুড়ে যেকোনো নম্বরে আনলিমিটেড কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা আছে। পাশাপাশি, ব্যবহারকারীরা প্রতিদিন ১.৫ জিবি হাই স্পিড ডেটা উপভোগ করবেন। এভাবে মোট ৪২ জিবি ডেটা পাওয়া যাবে।
রিলায়েন্স জিওর ২৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহারের সুবিধা দেওয়া হবে। এছাড়া ৯০ দিনের জন্য JioHotstar এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। জিও হটস্টারের মাধ্যমে IPL সহ সমস্ত প্রিমিয়াম কনটেন্ট ৯০ দিনের জন্য উপভোগ করা যাবে। সঙ্গে, Jio TV এবং Jio Cloud অ্যাপের কম্প্লিমেন্টারি অ্যাক্সেস পাওয়া যাবে।
জিওর ৩৪৯ টাকার এবং ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যানের সাথেও ৯০ দিনের জন্য JioHotstar এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করা হচ্ছে। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, ৩৪৯ টাকার প্ল্যানে ব্যবহারকারীরা ২৮ দিনের বৈধতা পাওয়া যাবে। এতে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন ২ জিবি ডেটা এবং ১০০টি ফ্রি এসএমএস এর সুবিধা পাবেন।
Jio-এর ৮৯৯ টাকার প্ল্যানে ৯০ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এখানে প্রতিদিন ২ জিবি ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হবে। সাথে ২০ জিবি অতিরিক্ত ডেটা অফার করা হচ্ছে। এছাড়া আনলিমিটেড 5G ডেটাও উপভোগ করা যাবে।
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ভারতে উপলব্ধ স্কুটারগুলির মধ্যে বিক্রির নিরিখে ফেব্রুয়ারিতেও শীর্ষস্থান ধরে রাখল বিপুল জনপ্রিয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪শে মার্চ, সোমবার। আজ কেমন থাকবে আপনার ভাগ্য? তা জানতে অবশ্যই…
সুমন পাত্র, কলকাতা: দেশের বাজারে কম দামি স্মার্টফোনের ক্ষেত্রে রিয়েলমি এবং ভিভোর একাধিক ডিভাইস রয়েছে।…
UPI ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! যদি আপনার ব্যাঙ্কের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে বেকারত্ব যেন এক প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চাকরির সুযোগ সীমিত…
বর্তমান সময়ের মহিলাদের স্বনির্ভরতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান এমন অনেক মহিলা…
This website uses cookies.