লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

IPL-এর ইতিহাসে প্রথম বাঙালি আম্পায়ার চন্দননগরের ছেলে! দেখা মিলবে আজকের ম্যাচেই | First Bengali On Field Umpire In IPL History

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দায়িত্ব বাংলার ছেলে অভিজিৎ ভট্টাচার্যের কাঁধে। হ্যাঁ, IPL ইতিহাসে প্রথমবারের জন্য কোনও বাঙালি আম্পায়ার ম্যাচ পরিচালনা করছেন। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ তথা IPL-এর 18 তম সংস্করণে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন চন্দননগরের চার মন্দির তলার বাসিন্দা অভিজিৎ। বাঙালি হিসেবে IPL-এর ইতিহাসে তিনিই প্রথম ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

IPL-এ বাঙালি আম্পায়ার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবারের জন্য একজন বাঙালি আম্পায়ারের কাঁধে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, এবারের মরসুমে মোট 6টি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগে বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের দায়িত্ব সামলেছেন ঠিকই, তবে IPL-এর মতো বিশ্বের বৃহত্তম প্রিমিয়ার লিগে মাঠে দাঁড়িয়ে আম্পায়ারিং করার অভিজ্ঞতা এটাই প্রথম।

READ MORE:  Rohit Sharma On Retirement: জল্পনার মুখে আগুন দিয়ে অবসরের প্ল্যান জানালেন রোহিত শর্মা | Rohit Sharma Opens Up About His Retirement

অভিজিতের আম্পায়ারিং কেরিয়ার

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আম্পায়ার হিসেবে 2008 সালে পথ চলা শুরু হয় অভিজিতের। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের ম্যাচে আম্পায়ারিং করেছেন চন্দননগরের এই অভিজ্ঞ। বলে রাখি, প্রথমবারের জন্য IPL-এ অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেলেও এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করেছেন তিনি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

গত বছর উইমেন্স প্রিমিয়ার লিগেও আম্পায়ারিং করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে, এবছর একেবারে ময়দানে নেমে ম্যাচ পরিচালনা করছেন অভিজিৎ। সূত্রের খবর, 2008 সালে আম্পায়ারিং করানোর আগে সিএবির পরীক্ষায় পাস করতে হয়েছিল চন্দননগরের বাসিন্দা অভিজিৎকে।

READ MORE:  Champions Trophy 2000 Final: নিউজিল্যান্ডকে জেতান চ্যাম্পিয়নস ট্রফি, ভারতকে দুরমুশ করা নায়কের এখন করুণ অবস্থা | Chris Cairns Health Condition

এখানেই শেষ নয়, দু’বছর পর ভারতীয় ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন তিনি। বলা বাহুল্য, BCCI-র পরীক্ষায় যোগ্য প্রমাণিত হওয়ায় রঞ্জি ট্রফি থেকে শুরু করে বিজয় হাজারের ম্যাচগুলিতে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছিলেন অভিজিৎ।

আজকের ম্যাচেই আম্পায়ারিং করছেন অভিজিৎ

এ মরসুমে আনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পাওয়ার পর প্রথম ম্যাচ হিসেবে লখনউ বনাম সানরাইজার্স হায়দরাবাদের আম্পায়ারিং করেছিলেন। আজকের দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচেও আম্পায়ারিং করছেন চন্দননগরের বাসিন্দা অভিজিৎ।

READ MORE:  IPL 2025: নতুন সমস্যায় KKR, IPL নিয়ে কড়া ফতোয়া জারি করল BCCI | Board Of Control For Cricket In India Rules Before IPL 2025

অবশ্যই পড়ুন: মুম্বইয়ের হারের পর বদলে গেল পয়েন্ট তালিকা, ধরাছোঁয়ার বাইরে RCB! কলকাতার অবস্থান কততে?

নিজের আম্পায়ারিং কেরিয়ার প্রসঙ্গে অভিজিৎ জানিয়েছিলেন, ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল ছোট থেকেই। কাউন্টি ক্রিকেট লিগ খেলার জন্য প্রায়শই ইংল্যান্ড যেতেন। তবে ধীরে ধীরে 22 গজ থেকে বেরিয়ে আম্পায়ারিংয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি।।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.