IPL ফাইনালে পুলিশ অফিসারকে ‘থাপ্পড়’ দিলেন এক মহিলা! ভিডিও ভাইরাল নেট পাড়ায়

গতকাল আইপিএলের ফাইনাল ম্যাচ মাটিতে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে একটি বলও খেলতে পারেননি ক্রিকেটাররা। ফলে বাধ্য হয়ে আইপিএলের ফাইনাল ম্যাচ ‘রিজার্ভ ডে’-তে খেলানোর সিদ্ধান্ত নেন ম্যাচ আম্পায়ার। আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে ২০২৩ আইপিএলের মেগা ফাইনালে শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের। তবে গুজরাটে মুষলধারে বৃষ্টির জন্য কার্যতো সেই ম্যাচ বাতিল করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

READ MORE:  Ranji Trophy: IPL-এর দাম দেয়নি কেউ, এবার বিধ্বংসী খেলে মোক্ষম জবাব দিলেন KKR-র প্রাক্তন তারকা | Former Kolkata Knight Riders Player In Full Form

এই সময় আইপিএল আয়োজক কমিটির তরফ থেকে জানানো হয়, বৃষ্টির কারণে নির্ধারিত দিনে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার বদলে ২৯ তারিখ সোমবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। যদিও আইপিএল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তগ্রহণের পূর্বে ম্যাচ আম্পায়ার জানান, দুই দল মিলিয়ে কমপক্ষে ১০ ওভার খেলা হতে হবে। তা না হলে ম্যাচ বাতিল করে ‘রিজার্ভ ডে’-তে আয়োজন করতে হবে।

READ MORE:  KKR Vs RCB: ওপেনে কোহলি, KKR-কে চেপে ধরতে সাংঘাতিক দল সাজাচ্ছে RCB! কেমন হবে প্রথম একাদশ? | Possible Playing 11 Of RCB Against KKR

গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে গুজরাট মাঠে না নামতে পারলেও স্টেডিয়ামে ঘটে গেছে চরম অঘটন। যদিও বিষয়টির সত্যতা যাচাই করা হয়নি, তবুও নেটিজেনদের একাংশ দাবি করেছেন এক পুলিশ কর্মকর্তাকে পরপর কয়েকটি ‘থাপ্পড়’ মেরেছেন গ্যালারিতে উপস্থিত থাকা এক মহিলা। যদিও পরবর্তীতে ওই মহিলাকে স্টেডিয়ামের বাইরে বের করে দেওয়া হয়।

ঘটনাটি যেখানে ঘটছে সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সবার নজরে পড়ার আগেই ওই মহিলা ডিউটি রত পুলিশ কর্মকর্তাকে পরপর কয়েকটি থাপ্পড় দেন। এরপর তাকে ধাক্কাও দেন ওই মহিলা। বিষয়টি সবার নজরে আসতেই ওই মহিলাকে শান্ত করেন স্টেডিয়ামে উপস্থিত থাকা বাকি দর্শকরা। তবে পুলিশ কর্মকর্তার সাথে অসহনীয় ব্যবহার করার জন্য তাকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়।’ তবে কি কারনে ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে কোন রকম তথ্য দিতে পারেননি ওই প্রত্যক্ষদর্শীরা।

READ MORE:  Former Pakistani Captain: বন্ধ করতে হবে IPL! ভারত, BCCI-র বিরুদ্ধে একজোট হওয়ার আর্জি প্রাক্তন পাক তারকার | Inzamam-ul-Haq Against BCCI

Scroll to Top