লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

IPL 2011: ৫ মিনিটে ৪০০ মেসেজ, KKR থেকে গাঙ্গুলিকে বাদ দিতেই বিপত্তি! জানুন নাইট শিবিরের অজানা গল্প | When Kolkata Knight Riders Did Not Retain Sourav Ganguly

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সাথে প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বাংলার রাজপুত্র সৌরভ গাঙ্গুলির সম্পর্ক কোনও ভক্তরই অজানা নয়। বহুবার শাহরুখ খানের দলের হয়ে মাঠে নেমেছেন গাঙ্গুলী। তবে সম্প্রতি KKR-এর প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্যের গলায় শোনা গেল সৌরভকে নিয়ে নাইট রাইডার্সের বেশ কিছু অজানা সমস্যার কথা। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে 2011 IPL মরসুমের (IPL 2011) স্মৃতিচারণা করেছেন জয়। সেবার সৌরভ গাঙ্গুলিকে ধরে না রাখার নেপথ্যে নাইট ফ্রাঞ্চাইজির গোপন কারণ ও যাবতীয় প্রতিক্রিয়া ফাঁস করলেন ভট্টাচার্য।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

KKR প্রসঙ্গে গোপন তথ্য ফাঁস করলেন জয়

সম্প্রতি একটি সাক্ষাৎকারে 2011 IPL মরসুমের স্মৃতিচারণা করতে গিয়ে কলকাতার প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্য বলেন, সেবার প্রথমেই আমরা সৌরভ গাঙ্গুলির সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। মূলত বেশ কিছু কারণের জন্য তাকে দলে রাখা আর সম্ভব হচ্ছিল না। কে এই সিদ্ধান্ত নিয়েছেন জানতে চাইলে জয় জানান, সৌরভকে দলে ধরে না রাখার সিদ্ধান্ত কোনও একজন ব্যক্তি নেননি এই সিদ্ধান্ত আমাদের সকলের। এরপরই নাইট শিবিরে গাঙ্গুলিকে ধরে না রাখার সিদ্ধান্ত বর্ণনা করতে গিয়ে শাহরুখ প্রসঙ্গে মুখ খোলেন জয়। প্রাক্তন KKR ডিরেক্টরের বক্তব্য, প্রথমদিকে দলের যাবতীয় সিদ্ধান্ত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন শাহরুখ।

READ MORE:  ৩০ থেকে ৩৫ কোটি টাকা, আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি টাকা পাবেন এই ক্রিকেটার, বড় ভবিষ্যৎবাণী

কিং খান বলেছিলেন, কলকাতা নাইট রাইডার্স একটি পেশাদার দল। তোমরাই এই দল চালাও। যদি তোমরা শাহরুখকে রাখতে চাও রাখতেই পারো, তবে না চাইলেও কোনও ব্যাপার নয়। এভাবেই সৌরভ গাঙ্গুলিকে দলে না রাখার সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে নেন কিং খান। জয় ভট্টাচার্য আরও বলেন, সেই সময় কলকাতার কোচ ছিলেন ডেভ হোয়াটমোর, নিলাম টেবিলে উপস্থিত ছিলেন তিনি সঙ্গে ছিলাম আমি এবং সিইও ভেঙ্কি মাইসোর। বাঙালি হিসেবে জিৎ ব্যানার্জিও উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত আমাদের কাঁধেই ওঠে সৌরভকে ছাঁটাই করার দায়িত্ব। শেষ পর্যন্ত তাঁকে দলে রাখা হয়নি। বাদ পড়েন গাঙ্গুলী।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

5 মিনিটের মধ্যেই ফোনে আসে 400 মেসেজ

2011 মরসুমে দলের অন্তরে দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে নিলাম টেবিলে চূড়ান্ত হয় সৌরভ গাঙ্গুলির ভবিষ্যৎ। সেবার কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়ার পরই গাঙ্গুলিকে দলে টানার সুযোগ হাতছাড়া করেনি পুনে ওয়ারিয়র্স। আর এই ঘটনার পরই সৌরভকে দলে না রাখার সাহসী সিদ্ধান্ত নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে দুষতে থাকেন সমর্থকরা। গাঙ্গুলিকে দল থেকে বাদ দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল নাইট কর্তাদের। সে প্রসঙ্গেই কথা বলতে বলতে প্রাক্তন KKR ডিরেক্টর জয় বলেন, গাঙ্গুলিকে দল থেকে পাকাপাকিভাবে বাদ দেওয়ার 5 মিনিটের মধ্যেই আমার ফোনে 400টি মেসেজ এসেছিল।

READ MORE:  BCCI On Rohit Sharma: চ্যাম্পিয়নস ট্রফিই শেষ, রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI | BCCI May Be Take A Big Decision About Rohit Sharma

জয় উল্লেখ করেন, কেউ একজন বলেছিলেন সমস্ত গ্রুপে বার্তা পাঠাতে। সেই সূত্র ধরেই ফোনে মেসেজ আসে যে, তিনি সৌরভ গাঙ্গুলির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। জয়কে বলা হয়, তিনি গাঙ্গুলিকে দলে না রাখার সিদ্ধান্ত কেন নিলেন এবং তাঁর সম্পর্কে ঠিক কী ভাবছেন তা এখনই বলুন। প্রাক্তন টিম ডিরেক্টরের শেষ সংযোজন, গাঙ্গুলিকে দল থেকে বাদ দেওয়ায় বিতর্ক এতটাই তীব্র হয়েছিল যে বেশ কিছু হুমকিও পেয়েছিলেন তিনি। তবে শেষ লগ্নে কলকাতা নাইট রাইডার্স কর্তারা সিদ্ধান্ত নেন, দলে এমন একজন ভারতীয় খেলোয়াড়কে রাখা হবে যিনি কলকাতার হয়ে পরবর্তী 6 অথবা 7 বছর খেলবেন। সেই সূত্র ধরেই গৌতম গম্ভীর ও রোহিত শর্মাকে বিবেচনা করছিল কলকাতা নাইট রাইডার্স।

READ MORE:  East Bengal: বাড়ল লজ্জা! শেষ ডার্বির আশাও, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের | East Bengal Exists Super Cup 2025

সৌরভের নেতৃত্বে বিপদ বাড়ে KKR-এর

2008 সালে অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সে জায়গা হয় প্রাক্তন ভারতীয় তারকা সৌরভ গাঙ্গুলির। তবে রিপোর্ট বলছে, সৌরভের অধিনায়কত্ব দলকে ভাল জায়গায় পৌঁছে দেওয়ার বদলে নাইট শিবিরের ব্যর্থতা আরও বাড়িয়েছিল। বলে রাখি, 2008 থেকে পরপর 3 মরসুম সৌরভের দেখানো পথে হেঁটে মুখ থুবড়ে পড়েছিল KKR। এই দীর্ঘ সময়ের মধ্যে শত্রুপক্ষের টুটি চেপে ধরা তো দূরের কথা শুরুর দিকে একপ্রকার ধারাবাহিক পরাজয়ে নাম জড়ায় কলকাতার। যার নেপথ্যে গাঙ্গুলিকেই দায়ী করেছেন অনেকেই। হয়তো সেই ব্যর্থতাকে সামনে রেখেই 2011-তে তাঁকে তড়িঘড়ি ছেটে ফেলে ম্যানেজমেন্ট।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.