IPL 2025: কতটা তৈরি তিনি? KKR-র হয়ে আদৌ খেলতে পারবেন? জবাব দিলেন নরকিয়া | Anrich Nortje Update Before IPL 2025
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস এখন সুস্থ। চোট কাটিয়ে আসন্ন মরসুমে (IPL 2025) খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, IPL 2025 মরসুমে তাঁকে নিয়েই জয়ের স্বপ্ন দেখছে নাইটরা। হ্যাঁ, প্রোটিয়া পেসার অ্যানরিখ নরকিয়া এ মরসুমে নাইটদের অন্যতম ভরসার কাঁধ হয়ে উঠতে পারেন। মহারণের প্রাক্কালে ঠিক কী জানালেন নাইটদের বিদেশি তারকা?
শেষবারের মতো দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন নরকিয়া। এরপর চোটের কারণে বিশ্রামে ছিলেন ক্রিকেটার। পরবর্তীতে কোনও রকম আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা মেলেনি তাঁর। তবে খেলোয়াড়ের চোট নিয়ে যথেষ্ট চিন্তায় ভুগছিলেন নাইট কর্তারা।
IPL গুরুর আগে তিনি চোট কাটিয়ে মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল নাইট শিবিরে। এমতবস্থায় নাইটদের 6.5 কোটির পেসার নিজেই জানিয়ে দিলেন তিনি এখন পুরোপুরি ফিট। কলকাতার হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
শেষবারের মতো 2019 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন নরকিয়া। হ্যাঁ, কলকাতা তাঁর প্রচন্ড চেনা দল। ফের আসন্ন মরসুমে নাইটদের হয়ে মাঠে নামবেন তিনি। এ প্রসঙ্গে নরকিয়া বলেন, কলকাতা নাইট রাইডার্সই আমাকে প্রথমবারের জন্য সমর্থন করেছিল। এই দলের সাথে প্রচুর স্মৃতি রয়েছে। আবারও একই দলে সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। আসন্ন IPL-এ সবকিছু কেমন ভাবে এগোবে সেসবের জন্য খুবই উত্তেজিত রয়েছি।
আবারও ইডেনে খেলতে পারবেন এ বিষয়ে দক্ষিণ আফ্রিকান পেসার বলেন, ইডেন দারুণ জায়গা। অসাধারণ গ্রাউন্ড। আমি শুধু IPL শুরু হওয়ার অপেক্ষায় আছি। মূলত প্রথম ম্যাচের জন্য বিশেষভাবে উত্তেজিত। খেলোয়াড়ের আরও সংযোজন, এখন মূলত প্রস্তুতির দিকে নজর দিতে হবে। আশা করছি গোটা মরসুমটাই ভাল কাটবে।
অবশ্যই পড়ুন: পাক সেনার পিছু ছাড়ছে না BLA! এবার পুলওয়ামা ধাঁচে হামলা, মৃত একাধিক, আহত ১০০ পার
এদিন নাইট সমর্থকদের জন্যও আশাবাদী মন্তব্য করেছিলেন নরকিয়া। KKR সমর্থকদের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকান বোলার বলেন, তোমাদের সকলকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি। অবশ্যই ম্যাচ দেখতে আসবে। তোমাদের এত সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।
Oppo A5 জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। পূর্বসূরী A4 মডেলটির তুলনায় একঝাঁক আপডেট পেয়েছে…
Oppo আগামী ২০ মার্চ ভারতে F29 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি…
স্মার্টফোনকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই কারণে ব্র্যান্ডগুলি ফোনের বিল্ড…
আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে Realme GT 7 Pro আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৯শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য আজ কী…
জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো আজ দুটি নতুন ফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল…
This website uses cookies.