IPL 2025: কতটা তৈরি তিনি? KKR-র হয়ে আদৌ খেলতে পারবেন? জবাব দিলেন নরকিয়া | Anrich Nortje Update Before IPL 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস এখন সুস্থ। চোট কাটিয়ে আসন্ন মরসুমে (IPL 2025) খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, IPL 2025 মরসুমে তাঁকে নিয়েই জয়ের স্বপ্ন দেখছে নাইটরা। হ্যাঁ, প্রোটিয়া পেসার অ্যানরিখ নরকিয়া এ মরসুমে নাইটদের অন্যতম ভরসার কাঁধ হয়ে উঠতে পারেন। মহারণের প্রাক্কালে ঠিক কী জানালেন নাইটদের বিদেশি তারকা?


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

KKR-এর হয়ে আদৌ মাঠে নামবেন নরকিয়া?

শেষবারের মতো দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন নরকিয়া। এরপর চোটের কারণে বিশ্রামে ছিলেন ক্রিকেটার। পরবর্তীতে কোনও রকম আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা মেলেনি তাঁর। তবে খেলোয়াড়ের চোট নিয়ে যথেষ্ট চিন্তায় ভুগছিলেন নাইট কর্তারা।

READ MORE:  Star Footballer Selling Jalebi: ফুটবল মাঠ থেকে ফুটপাত! জিলাপি বেচে সংসার চালাচ্ছেন এক সময়ের দাপুটে প্লেয়ার | Pakistani Footballer Selling Jalebi

IPL গুরুর আগে তিনি চোট কাটিয়ে মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল নাইট শিবিরে। এমতবস্থায় নাইটদের 6.5 কোটির পেসার নিজেই জানিয়ে দিলেন তিনি এখন পুরোপুরি ফিট। কলকাতার হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ঠিক কী বললেন প্রোটিয়া পেসার?

শেষবারের মতো 2019 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন নরকিয়া। হ্যাঁ, কলকাতা তাঁর প্রচন্ড চেনা দল। ফের আসন্ন মরসুমে নাইটদের হয়ে মাঠে নামবেন তিনি। এ প্রসঙ্গে নরকিয়া বলেন, কলকাতা নাইট রাইডার্সই আমাকে প্রথমবারের জন্য সমর্থন করেছিল। এই দলের সাথে প্রচুর স্মৃতি রয়েছে। আবারও একই দলে সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। আসন্ন IPL-এ সবকিছু কেমন ভাবে এগোবে সেসবের জন্য খুবই উত্তেজিত রয়েছি।

READ MORE:  India Vs England: IPL-র আগেই বিরাট কৃতিত্ব হাসিল বরুণ চক্রবর্তীর, চওড়া হাসি KKR-র | Varun Chakaravarthy ICC Ranking

আবারও ইডেনে খেলতে পারবেন এ বিষয়ে দক্ষিণ আফ্রিকান পেসার বলেন, ইডেন দারুণ জায়গা। অসাধারণ গ্রাউন্ড। আমি শুধু IPL শুরু হওয়ার অপেক্ষায় আছি। মূলত প্রথম ম্যাচের জন্য বিশেষভাবে উত্তেজিত। খেলোয়াড়ের আরও সংযোজন, এখন মূলত প্রস্তুতির দিকে নজর দিতে হবে। আশা করছি গোটা মরসুমটাই ভাল কাটবে।

অবশ্যই পড়ুন: পাক সেনার পিছু ছাড়ছে না BLA! এবার পুলওয়ামা ধাঁচে হামলা, মৃত একাধিক, আহত ১০০ পার

এদিন নাইট সমর্থকদের জন্যও আশাবাদী মন্তব্য করেছিলেন নরকিয়া। KKR সমর্থকদের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকান বোলার বলেন, তোমাদের সকলকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি। অবশ্যই ম্যাচ দেখতে আসবে। তোমাদের এত সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।

READ MORE:  India Vs Bangladesh: ভারত বাংলাদেশের ম্যাচে ভিলেন হবে বৃষ্টি, ভেস্তে যেতে পারে খেলা! ওয়েদার রিপোর্ট | India Vs Bangladesh Match Weather Forecast
Scroll to Top