IPL 2025: কতটা তৈরি তিনি? KKR-র হয়ে আদৌ খেলতে পারবেন? জবাব দিলেন নরকিয়া | Anrich Nortje Update Before IPL 2025
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস এখন সুস্থ। চোট কাটিয়ে আসন্ন মরসুমে (IPL 2025) খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, IPL 2025 মরসুমে তাঁকে নিয়েই জয়ের স্বপ্ন দেখছে নাইটরা। হ্যাঁ, প্রোটিয়া পেসার অ্যানরিখ নরকিয়া এ মরসুমে নাইটদের অন্যতম ভরসার কাঁধ হয়ে উঠতে পারেন। মহারণের প্রাক্কালে ঠিক কী জানালেন নাইটদের বিদেশি তারকা?
শেষবারের মতো দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন নরকিয়া। এরপর চোটের কারণে বিশ্রামে ছিলেন ক্রিকেটার। পরবর্তীতে কোনও রকম আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা মেলেনি তাঁর। তবে খেলোয়াড়ের চোট নিয়ে যথেষ্ট চিন্তায় ভুগছিলেন নাইট কর্তারা।
IPL গুরুর আগে তিনি চোট কাটিয়ে মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল নাইট শিবিরে। এমতবস্থায় নাইটদের 6.5 কোটির পেসার নিজেই জানিয়ে দিলেন তিনি এখন পুরোপুরি ফিট। কলকাতার হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
শেষবারের মতো 2019 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন নরকিয়া। হ্যাঁ, কলকাতা তাঁর প্রচন্ড চেনা দল। ফের আসন্ন মরসুমে নাইটদের হয়ে মাঠে নামবেন তিনি। এ প্রসঙ্গে নরকিয়া বলেন, কলকাতা নাইট রাইডার্সই আমাকে প্রথমবারের জন্য সমর্থন করেছিল। এই দলের সাথে প্রচুর স্মৃতি রয়েছে। আবারও একই দলে সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। আসন্ন IPL-এ সবকিছু কেমন ভাবে এগোবে সেসবের জন্য খুবই উত্তেজিত রয়েছি।
আবারও ইডেনে খেলতে পারবেন এ বিষয়ে দক্ষিণ আফ্রিকান পেসার বলেন, ইডেন দারুণ জায়গা। অসাধারণ গ্রাউন্ড। আমি শুধু IPL শুরু হওয়ার অপেক্ষায় আছি। মূলত প্রথম ম্যাচের জন্য বিশেষভাবে উত্তেজিত। খেলোয়াড়ের আরও সংযোজন, এখন মূলত প্রস্তুতির দিকে নজর দিতে হবে। আশা করছি গোটা মরসুমটাই ভাল কাটবে।
অবশ্যই পড়ুন: পাক সেনার পিছু ছাড়ছে না BLA! এবার পুলওয়ামা ধাঁচে হামলা, মৃত একাধিক, আহত ১০০ পার
এদিন নাইট সমর্থকদের জন্যও আশাবাদী মন্তব্য করেছিলেন নরকিয়া। KKR সমর্থকদের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকান বোলার বলেন, তোমাদের সকলকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি। অবশ্যই ম্যাচ দেখতে আসবে। তোমাদের এত সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৮ই মার্চ, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আজ আপনার দিন…
আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে iPhone 17 Air। তার আগে বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটি সম্পর্কে…
ভারতের টেলিকম বাজারে আসতে চলেছে আবার নতুন বিপ্লব। রিলায়েন্স জিও এবং এয়ারটেল এবার হাত মিলিয়েছে…
ভাল ক্যামেরা-সহ একটি ফ্ল্যাগশিপ অর্থাৎ এমন একটি স্মার্টফোনের সন্ধানে রয়েছেন, যেখানে ঠাসা থাকবে ফিচার, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলে যাতায়াত করেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মহিলা যাত্রীদের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে (Stock Market Tips) এখন বিনিয়োগের প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু…
This website uses cookies.