লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

IPL 2025: ঘরোয়া ক্রিকেট না খেলেই IPL-এ এন্ট্রি, মুম্বইয়ের জার্সিতে চমক দেখালেন অটো ড্রাইভারের ছেলে | Who Is Vignesh Puthur?

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবাসরীয় ম্যাচে (IPL 2025) মুম্বই ইন্ডিয়ান্সকে ধবলধোলাই করেছে চেন্নাই সুপার কিংস। তবে খালার দলের বিরুদ্ধে জয় না পেলেও এ ম্যাচে দর্শকদের অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছেন আম্বানিদের 30 লাখের অলরাউন্ডার। হ্যাঁ, রবির সন্ধ্যায় MI-এর ইম্প্যাক্ট প্লেয়ার ভিগনেশ পুথুর দলে ভিড়েই হলুদ বাহিনীর 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে দেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

তরুণ বোলারের এমন ছন্দে হইহই পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় থেকে শুরু করে শিবম দুবে ও দীপক হুডার উইকেটে থাবা বসিয়েছিলেন তিনি। রবির ম্যাচে প্রায় পরপর তিনটি বড় সাফল্যের পর তরুণ অলরাউন্ডারকে নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা। প্রশ্ন উঠছে, কে এই ভিগনেশ? চলুন আজকের প্রতিবেদনে জেনে নিই মুম্বইয়ের এই নতুন অস্ত্র সম্পর্কে।

READ MORE:  Taskin Ahmed: IPL-এ খেলার প্রস্তাব বাংলাদেশি পেসারকে, কোন দল থেকে? জানালেন তাসকিন | LSG Invites Taskin To Join Team

কে এই ভিগনেশ?

ভারতীয় ক্রিকেটে ভিগনেশ পুথুর নামটা খুব একটা পরিচিত নয়। বলে রাখি, তিনি কেরালার হয়ে সিনিয়র স্তরে ছিলেন না। তবে রাজ্য দলের হয়ে অনূর্ধ্ব-14 এবং অনূর্ধ্ব-19 স্তরে চুটিয়ে ক্রিকেট খেলেছেন। অ্যালেপ্পি রিপলস দলের হয়ে কেরালা লিগের ম্যাচগুলিতে অংশগ্রহণ করেছিলেন পুথুর। KCL-এ এই দলের হয়ে 3 ম্যাচে অংশ নিয়ে 2টি উইকেট তুলেছেন। কেরালার পাশাপাশি তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও অংশগ্রহণ করেছেন ভারতের এই তরুণ প্রতিভা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

স্থানীয় ক্রিকেটারের পরামর্শে লেগ স্পিনে মনোযোগী হন

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ভিগনেশ তাঁর কেরিয়ারের একেবারে প্রথমদিকে মিডিয়াম পেস ও স্পিন দুই ধরনেরই বোলিং করতেন। তবে একটা সময়ে স্থানীয় ক্রিকেটার মোহাম্মদ শরিফ তাঁকে লেগ স্পিনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। জানা যায়, সেই সময় পুথুর চায়নাম্যান বোলিং সম্পর্কে খুব একটা বেশি কিছু জানতেন না। সূত্রের খবর, পরবর্তীতে নাকি অভিজ্ঞ খেলোয়াড়ের পরামর্শে নিজের বোলিং অস্ত্রে শান দিতে শুরু করেন ভিগনেশ।

READ MORE:  Morne Morkel: জোর ঝটকা, পিতৃ বিয়োগ হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির আগে দেশে ফিরলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ | Team India's Bowling Coach Left Before Champions Trophy

প্রসঙ্গত, নিজের বোলিং দক্ষতাকে বাড়িয়ে আরও ভাল সুযোগের জন্য বিভিন্ন লিগে খেলার আমরণ চেষ্টা চালাতে থাকেন ভিগনেশ। জানা যায়, পরবর্তীতে তিনি ত্রিশুরে গিয়ে সেন্ট থামস কলেজের হয়ে কেরালা কলেজ প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের ম্যাচগুলিতে অংশগ্রহণ করে নিজের অসামান্য পারফরমেন্স দেখান।

অবশ্যই পড়ুন: বিপদ কমবে KKR-র? আসছে রিঙ্কুর নতুন অবতার! জানিয়ে দিলেন রাহানে

যার জেরে টি-টোয়েন্টি লিগের শীর্ষ বোলারদের মধ্যে অন্যতম বোলার হিসেবে স্বীকৃতি পান ভিগনেশ। বলে রাখি, এই ভারতীয় অলরাউন্ডারের সাম্প্রতিক ফর্ম দেখেই তাঁকে তড়িঘড়ি 30 লাখে দলে টানে মুম্বই। এবার সেই দরেরই প্রমাণ দিচ্ছেন ভিগনেশ।

READ MORE:  KKR 3 Weakness And Strength: শ্রেয়সকে হারিয়ে চাপে KKR, জেনে নিন নাইট রাইডার্সের ৩ শক্তি ও দুর্বলতা | Kolkata Knight Riders In IPL 2025

বাবা পেশায় অটো ড্রাইভার

খোঁজ নিয়ে জানা গেল, মুম্বই দলে সুযোগ পাওয়া এই ভিগনেশের বাবা পেশায় কেরালার একজন অটো ড্রাইভার। রাজ্য দলের হয়ে অনূর্ধ্ব 14 ও অনূর্ধ্ব 19 খেলা এই অলরাউন্ডারের পারিবারিক অবস্থা কোনও দিনই তেমন সচ্ছল ছিল না। তবে বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, ভিগনেশ প্রথম আসরেই যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে তাঁর পরিবারের মুখে হাসি ফুটতে খুব একটা দেরি হবে না।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.