লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

IPL 2025: নয়া প্ল্যাটফর্ম আনল Jio, আর ফ্রিতে দেখা যাবে না IPL! কত টাকা দিতে হবে চার্জ? | Jio Star Will Telecast Indian Premier League 2025

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতাঃ ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বড় ধাক্কা সামনে আসতে চলেছে। IPL 2025 এবার আর ফ্রিতে দেখা যাবে না। হ্যাঁ ঠিকই শুনেছেন। IPL (Indian Premier League) দেখতে গেলে এবার টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হবে। জিও সিনেমা (Jio Cinema) গত দুই বছর ধরে দর্শকদের বিনামূল্যে আইপিএল সম্প্রচার করেছিল। তবে এবার থেকে এই সুবিধা আর পাওয়া যাবে না। নতুন সাবস্ক্রিপশন প্যাক লঞ্চ করা হয়েছে, যা কিনা IPL 2025 লাইভ দেখাবে।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

Jio Cinema আর Hotstar মিলে তৈরি নতুন প্ল্যাটফর্ম JioStar

Viacom18 এবং Star মিলে একটি নতুন প্লাটফর্ম লঞ্চ করেছে, যার নাম JioStar। এই নতুন প্লাটফর্মটি Jio Cinema এবং Hotstar যুক্ত করে করা হয়েছে। IPL 2025 সম্প্রচারের জন্য একটি নতুন অ্যাপ তৈরি করা হয়েছে। সমস্ত ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যানও লঞ্চ করা হয়েছে।

READ MORE:  KKR Vs PBKS: দুই প্লেয়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, লজ্জা বাড়ল KKR-র | KKR Is In Shame

সাবস্ক্রিপশন প্ল্যান শুরু মাত্র 149 টাকায় | IPL 2025 Telecast Channel |

এই নতুন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 149 টাকা থেকে। ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে পারবেন। তবে যারা এতদিন মোবাইলে বিনামূল্যে IPL উপভোগ করতেন তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে চলেছে। মূলত তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান লঞ্চ করা হয়েছে। সেগুলি হল-


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now
  1. Mobile-only Plan: এই প্ল্যানটি তিন মাসের জন্য নিতে গেলে খরচ পড়বে 149 টাকা। এই প্ল্যানটি নিলে শুধুমাত্র ১ টি মোবাইলে দেখা যাবে এবং ভিডিওর কোয়ালিটি হবে 720p। তবে এই প্ল্যানটি অ্যাড ফ্রি না। খেলা দেখতে হলে আপনাকে অ্যাড দেখতে হবে। 
  2. Super plan: এই প্ল্যানটি তিন মাসের জন্য নিলে খরচ পড়বে 299 টাকা। এই প্ল্যানটি নিলে দুটি ডিভাইস চালানো যাবে। একটি টিভি বা ল্যাপটপ এবং একটি মোবাইলে খেলা চালাতে পারবেন। এই প্ল্যানের ভিডিও কোয়ালিটি হবে Full HD (1080p)। এই প্ল্যানটিতেও অ্যাড ফ্রি ভিডিও উপভোগ করা যাবে না। 
  3. Premium Plan: এই প্ল্যানটি তিন মাসের জন্য নিলে খরচ পড়বে 499 টাকা। এই প্ল্যানটি নিলে একসাথে চারটি ডিভাইস দেখা যাবে। টিভি, কম্পিউটার, মোবাইল সহ যেকোনো ডিভাইসেই দেখতে পাবেন। এখানে ভিডিও কোয়ালিটি থাকবে 4K (2160p)। এই প্ল্যানটি নিলে কোনরকম অ্যাড দেখাবে না। সম্পূর্ণ অ্যাড ফ্রি এই প্ল্যানটি।
READ MORE:  Champions Trophy 2025: বাদ টিম ইন্ডিয়ার সবথেকে বড় শত্রু! ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে জোর ঝটকা পাকিস্তানে | India Vs Pakistan, Fakhar Zaman Injury

কেন ফ্রি দেখার সুবিধা বন্ধ? 

JioStar-র তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে,  IPL 2025 শুধুমাত্র নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্রিতে দেখা যাবে। কয়েকটি ম্যাচ ফ্রিতে দেখার পরেই একটি সাবস্ক্রিপশন পেজ খুলে যাবে। ব্যবহারকারীদের তখন এই সাবস্ক্রিপশন প্ল্যান কিনেই খেলা দেখতে হবে। একটি সূত্র জানিয়েছে, “ব্যবহারকারীদের প্রথমে ফ্রি কনটেন্ট দিয়ে অ্যাপে অভ্যস্ত করা হয়। এরপর সাবস্ক্রিপশন চালু করা হয়। এটি একটি মার্কেটিং কৌশল।” 

READ MORE:  Kolkata Knight Riders: ভেস্তে গেল ম্যাচ, আদৌ RCB-র বিরুদ্ধে মাঠে নামা হবে? IPL শুরুর আগেই চিন্তায় KKR | KKR's Match Called Off Due To Rain

 IPL 2025 কোথায়, কীভাবে দেখা যাবে?

IPL 2025 সরাসরি সম্প্রচারিত হবে JioStar অ্যাপে। এটি ডাউনলোড করার পর প্রথমে কয়েকটি ম্যাচ সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন। তবে পরের ম্যাচগুলো দেখতে হলে ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন কিনতে হবে, যা শুরু হচ্ছে 149 টাকা থেকে। খেলার পাশাপাশি এই অ্যাপটি একাধিক ধরনের কনটেন্ট অফার করবে, যাতে আপনার বিনোদনের অভিজ্ঞতা আরও বেড়ে উঠবে।

দর্শকদের জন্য বার্তা

যারা এতদিন বিনামূল্যে IPL উপভোগ করে এসেছেন তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে চলেছে। তবে এই সাবস্ক্রিপশন প্ল্যানগুলির মাধ্যমে দর্শকরা এবার থেকে উন্নত মানের স্ট্রিমিং এবং অন্যান্য কনটেন্ট দেখার সুযোগ পাবেন। সুতরাং  IPL 2025 দেখতে হলে এখন থেকেই পরিকল্পনা করুন। JioStar অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার পছন্দমত সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.