লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

IPL 2025: মুম্বইয়ের হারের পর বদলে গেল পয়েন্ট তালিকা, ধরাছোঁয়ার বাইরে RCB! কলকাতার অবস্থান কততে?| IPL 2025 Current Point Table

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 18 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(IPL 2025) শুভারম্ভ করতে পারেনি আম্বানির দল মুম্বই ইন্ডিয়ান্স। আশা ছিল, লিগের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তনের পর খানিকটা ঘুরে দাঁড়াবে মুম্বই, তবে শনিবার গুজরাতের বিপক্ষে কার্যত গুঁড়িয়ে গিয়েছে পান্ডিয়ার দল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

36 রানের বড় ব্যবধানে ব্লু আর্মিকে মাঠ ছাড়া করেছেন শুভমন গিলরা। আর এই ম্যাচের পরই বদলে গিয়েছে চলতি IPL-এর পয়েন্ট তালিকা। এক নজরে দেখে নিন, IPL 2025 সিজনের বর্তমান পয়েন্ট টেবিল।

READ MORE:  IPL 2025: ১০ কোটির অফার পেয়েও প্রত্যাখ্যান, প্রিয় দল KKR-এর জন্য বিরাট ত্যাগ নাইট তারকার! | Ramandeep Refused 10 Crore Rupees Offer For KKR

শীর্ষে জায়গা করে নিয়েছে RCB

নতুন অধিনায়ক রজত পাতিদারের নেতৃত্বে এ মরসুমের প্রথম দুই ম্যাচেই সফল হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগের উদ্বোধনী ম্যাচে প্রথমেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে পরাস্ত করে, সবশেষে চেন্নাই সুপার কিংসকে নাকানি চোবানি খাইয়েছে বিরাট কোহলিদের দল। আর সেই সূত্র ধরেই, পরপর দুই ম্যাচে বড় সাফল্যের কারণে এখনও পর্যন্ত 4 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বেঙ্গালুরু।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তলানিতে রাজস্থান

প্রথমে সানরাইজার্স হায়দরাবাদ, এবং পরে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের কাছে গো হারা হেরে বর্তমানে লিগ টেবিলের তলানিতে ঠেকেছে রাজস্থান রয়্যালস। নেট রান রেট -1882 নিয়ে এখনও পর্যন্ত তালিকায় খাতাই খুলতে পারেনি রাজস্থান। বলে রাখি, রাজস্থানের পাশাপাশি একই অবস্থা হয়েছে মুম্বইয়ের মতো 5 বারের চ্যাম্পিয়ন দলেরও।

READ MORE:  India Vs New Zealand Final: বৃষ্টির কারণে ভেস্তে যাবে ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল! খেলা না হলে ট্রফি জিতবে কোন দল? | India Vs New Zealand Final May Be Abandoned Due To Rain

বাকিদের অবস্থান

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের নেতৃত্বে দিন লখনউ সুপার জায়েন্ট। পরপর দুই ম্যাচের একটিতে জয় ও অপরটিতে পরাজয় দেখে 2 পয়েন্ট পেয়েছে LSG। সমগোত্রীয় কারণে তালিকার তৃতীয় স্থানে রয়েছে গুজরাত টাইটান্স। এছাড়াও প্রথম ম্যাচের প্রথমটিতেই জিতে 2 পয়েন্টে যথাক্রমে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস।

READ MORE:  Eden Gardens: পূরণ হবে রাহানের দাবি? মিটবে ইডেনে পিচের জটিলতা! মুখ খুললেন কিউরেটর | Eden Gardens Pitch Update

অবশ্যই পড়ুন: RCB-র বিরুদ্ধে হেরে লজ্জার রেকর্ড গড়ল ধোনির CSK!

একইভাবে, দুই ম্যাচের একটিতে জিতে দুই পয়েন্ট ঘরে তুলে বর্তমানে তালিকার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, আগামী দিনে ভাল পারফর্ম করে পয়েন্ট তালিকার চিত্র বদলে দিতে পারে বেশ কয়েকটি শক্তিশালী দল।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.