IPL 2025: ৫৮ বলে ১৩৭ রান, IPL-র আগে ঝড় তুললেন ঈশান কিষাণ! ফিরবেন টিম ইন্ডিয়ায়? | Ishan Kishan In Great Form Before IPL 2025
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে তিনি ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। তবে এবারে (IPL 2025) আর হার্দিক পান্ডিয়াদের হয়ে মাঠে নামা হচ্ছে না ঈশান কিষাণের। গত বছর মুম্বইয়ের ফ্রাঞ্চাইজি তাঁকে রিলিজ করে দিলে অকশন টেবিল থেকে 11.25 কোটি দিয়ে ভারতীয় তারকাকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
আসন্ন মরসুমে SRH-এর হয়েই মাঠে নামবেন তিনি। তবে মূল আসরে নামার আগেই দলের প্র্যাকটিস ম্যাচে অন্তদলীয় বোলারদের জবাই করলেন খেলোয়াড়। হায়দরাবাদের অনুশীলন ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে নজর কাড়লেন প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স তারকা ঈশান কিষাণ। প্র্যাকটিস ম্যাচেই ঈশান বুঝিয়ে দিলেন তাঁর ব্যাটের জোর।
প্র্যাকটিস ম্যাচে SRH মূলত দুটি দলে ভাগ হয়েছিল। টিম এ এবং টিম বি। তবে সবচেয়ে মজার বিষয়, ভারতীয় ক্রিকেটার ঈশান দুই গ্রুপেই ব্যাট করার সুযোগ পেয়েছেন। অরেঞ্জ ক্যাপদের হয়ে অনুশীলন ম্যাচ চলাকালীন দুর্দান্ত ব্যাটিং করেন তারকা। এদিন টিম এ-র হয়ে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় বোলারদের দাপুটে ব্যাটিং দেখিয়ে 28 বলে 64 রানের দুরন্ত ইনিংস খেলেন ঈশান।
পরের ইনিংসে বি দলের হয়ে 30 বলে 73 রানের অপরাজিত ইনিংস খেলেন এই ভারতীয় ক্রিকেটার। যার দরুন IPL শুরুর আগেই কার্যত টিম ম্যানেজমেন্টের নজরে পড়ে গিয়েছেন কিষাণ। ওয়াকিবহাল মহলের দাবি, ভারতীয় দলে ফিরতেই আসন্ন IPL মরসুমকে পাখির চোখ করেছেন ঈশান। বলে রাখি, SRH দলের হয়ে প্র্যাকটিশ ম্যাচে এদিন সর্বসাকুল্যে 58 বলে 137 রান করেন ভারতীয় ক্রিকেটার।
অবশ্যই পড়ুন: IPL শুরুর আগেই বদলে গেল KKR-র স্কোয়াড
দলের হয়ে প্র্যাকটিস ম্যাচে যেভাবে দুরন্ত ব্যাটিং করেছেন ঈশান, তাতে আসন্ন IPL ম্যাচ গুলিতে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে তাঁর নাম কার্যত নিশ্চিত। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, 2023 সালে ভারতীয় বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া ঈশান এবারের IPL-কে কাজে লাগিয়ে ফের জাতীয় দলে ফিরতে চাইছেন। যদিও হায়দরাবাদের অনুশীলন ম্যাচেই জাতীয় দলে কামব্যাকের ইচ্ছা একপ্রকার বুঝিয়ে দিয়েছেন এই বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার।
প্রীতি পোদ্দার, তিরুবনন্তপুরম: বর্তমানে শিক্ষা ব্যবস্থা এমন এক পর্যায়ে পরিণত হয়েছে যে এখন জোর গলায়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল খারাপ…
মানুষকে বাড়ি তৈরিতে সহায়তা করার জন্য বাংলা আবাস যোজনা (Bangla awas yojana)। টাকা পাঠিয়েও শান্তি…
Poco F7 সিরিজ নিঃসন্দেহে মিড-রেঞ্জে এই বছরের বহু প্রত্যাশিত পারফরম্যান্স-ভিত্তিক ফোনগুলির মধ্যে একটি। সাম্প্রতিক প্রতিবেদনে…
২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করতে দারুন প্ল্যান আনল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরুর আগেই জোর ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স! সম্প্রতি চোটের কারণে হার্দিক…
This website uses cookies.