বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL-র মাঝেই নাইট তারকাকে নিয়ে বড় খবর! কলকাতা নাইট রাইডার্সের 3.6 কোটির প্রোটিয়া ওপেনার কুইন্টন ডিক’ককে দলে টানছে MI। হ্যাঁ, নাইটদের হয়ে ওপেনিংয়ের দায়িত্বে থাকা দক্ষিণ আফ্রিকান তারকা ডিক’কের প্রত্যাবর্তন হতে চলেছে MI-এ। গতকাল KKR বনাম SRH ম্যাচের (IPL 2025) পরই নাইট তারকাকে নিয়ে বড় খবর সামনে এসেছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
KKR ছেড়ে মুম্বাইয়ে ফিরছেন ডিক’ক?
গতকাল দলের হয়ে কোনও যোগদানই রাখতে পারেননি দক্ষিণ আফ্রিকান তারকা ডিক’ক। তবে এ মরসুমে তাঁর ব্যাটে ঝড়ো হাওয়া দেখেছিল ভক্তরা। KKR বনাম রাজস্থান ম্যাচে 61 বলে 97 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কুইন্টন। এবার সেই তারকাই নাকি মুম্বইয়ে ফিরছেন। বিষয়টা খানিকটা অন্যরকম।
জানা যাচ্ছে, নাইটদের বাঁহাতি ওপেনার কুইন্টন ডিক’ককে দলে নিতে মরিয়া হয়ে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে IPL-র জন্য নয়, বরং আমেরিকার মেজর লিগ ক্রিকেটে MI নিউ ইয়র্ক দলের হয়ে খেলতেই মুম্বই শিবিরে ফিরছেন ডিক’ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নাইট তারকা MI পরিবারে ফেরার খবর নিশ্চিত করেছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
MI-র হয়ে মেজর লিগ খেলবেন ডিক’ক
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, আসন্ন মেজর লিগের জন্য তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডিক’ককে দলে টেনেছে MI নিউইয়র্ক। জানা যাচ্ছে, শুধু নাইট তারকাই নন, সেই সাথে দক্ষিণ আফ্রিকার আরেক দুর্ধর্ষ অলরাউন্ডার জর্জ লিণ্ডেকেও দলে নিচ্ছে MI। সূত্রের খবর, SA20 লিগে MI কেপ টাউনকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।
তাই আসন্ন মরসুমেও লিণ্ডেতেই ভরসা রেখেছে MI ফ্র্যাঞ্চাইজি। শোনা যাচ্ছে, এই দুই তারকার পাশাপাশি আফগান পেসার নবীন উল হকও নাকি টেক্সাস সুপার কিংস ছেড়ে MI নিউ ইয়র্ক দলে যোগ দিচ্ছেন। এছাড়াও, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, ট্রেন্ট বোল্ট ও রশিদ খানের মতো খেলোয়াড়রা তো রয়েছেনই।
অবশ্যই পড়ুন: ইডেনে অবিস্মরণীয় জয়, SRH বধের পরই বিরাট উপহার পেল KKR
ডিক’কের IPL কেরিয়ার
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে বর্তমানে চুটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডিক’ক। তবে নাইট তারকার IPL যাত্রাটা যদি ফিরে দেখা যায় সেক্ষেত্রে বোঝা যাবে, এখনও পর্যন্ত মোট 4 দলের হয়ে খেলেছেন।
সানরাইজার্স হায়দরাবাদের হাত ধরে IPL-এ অভিষেকের পর, দিল্লি ক্যাপিটাল(যদিও তখন নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস), রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, লখনউ সুপার জায়েন্ট ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট ধরেছেন তিনি। তবে বর্তমানে 3.6 কোটির বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শত্রু পক্ষকে শায়েস্তা করছেন এই প্রোটিয়া তারকা।