IPL 2025: IPL শুরুর দু'সপ্তাহ আগেই চরম নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের! ব্যাপক ক্ষতির মুখে BCCI | Government Of Imposes Restrictions On BCCI
বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষার আর মাত্র 11 দিন। 22 মার্চ থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত IPL 2025। এমতাবস্থায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, আসন্ন IPL মরসুমের আগেই বিরাট নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। জানা যাচ্ছে, সরকারের এই নয়া নিষেধাজ্ঞার জেরে মোটা অঙ্কের ক্ষতি হবে BCCI-র।
বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18তম সংস্করণের জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমী মানুষজন। প্রতিবছর মার্চ মাসের সময়টা এই লিগ ক্রিকেট থেকে প্রচুর অর্থ উপার্জন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি বছরও সেই লক্ষ্য নিয়েই IPL 2025 আয়োজনের পথে হেঁটেছে BCCI। তবে সম্প্রতি ভারত সরকারের তরফে জারি হওয়া নিষেধাজ্ঞায় মাথায় হাত পড়েছে ভারতীয় বোর্ডের কর্তাদের।
বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রতিবছরই IPL চলাকালীন নানান সংস্থার বিজ্ঞাপন থেকে প্রচুর অর্থ ঘরে আসে BCCI-র। বিজ্ঞাপন গুলির মধ্যে রয়েছে বেশ কিছু নেশাজাত দ্রব্যের বিজ্ঞাপনও। সূত্র বলছে, এবার সেই সব বিজ্ঞাপন গুলিকেই নিশানা করেছে মোদি সরকার।
জানা যাচ্ছে, IPL শুরুর 11 দিন আগেই তামাক ও অ্যালকোহল জাতীয় দ্রব্যের বিজ্ঞাপনের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বেশ কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, সরকারের নির্দেশে আসন্ন IPL মরসুম চলাকালীন ম্যাচের লাইভ সম্প্রচার কিংবা মাঠের কোথাও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন দিয়ে অর্থ উপার্জন করতে পারবে না ভারতীয় বোর্ড।
অবশ্যই পড়ুন: গোটা মরসুমে অপ্রতিরোধ্য থেকে চ্যাম্পিয়নস ট্রফি জয়, টিম ইন্ডিয়ার সাফল্যের নেপথ্যে এই ৪ কারণ
বেশ কিছু সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, সরকারের তরফে পাওয়া নিষেধাজ্ঞা অনুযায়ী, 2025 মরসুমের IPL ম্যাচ চলাকালী তামাক বা অ্যালকোহলজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধ হয়ে গেলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বে BCCI। জানা যাচ্ছে, আসন্ন মরসুমে যদি নেশজাত দ্রব্যের বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ হয়ে যায়,
সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের লোকসানের অঙ্ক গিয়ে দাঁড়াবে কোটি টাকায়। সব মিলিয়ে, IPL-এর প্রাক্কালে দলগুলির ওপর কড়া নির্দেশিকা জারি করার মাঝেই ভারত সরকারের নয়া নিষেধাজ্ঞায় কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে BCCI থেকে শুরু করে বিভিন্ন IPL ফ্রাঞ্চাইজিগুলির!
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই উচ্চতার শিখরে উঠছে ভারতীয় রেল। এখন রেলে ভ্রমণ…
সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ তারপরেই বাংলাজুড়ে ধেয়ে আসছে শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক বছর আগে পেগাসাস (Pegasus) সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার গুজরাতের বিপক্ষে আগুন ঝরিয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।…
Business Idea: গাছের প্রতি ভালবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসাকেই পুঁজি করে এবার আত্মনির্ভর হয়েছে…
যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং সরকারি রেশনের সুবিধা পেতে চান, তাদের জন্য এক গুরুত্বপূর্ণ…
This website uses cookies.