IPL 2025: IPL শুরুর ৯ দিন আগেই বিরাট ধাক্কা খেল KKR | KKR Pacer Umran Malik Injury Update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরুর আগেই চিন্তা বাড়ল কলকাতা নাইট রাইডার্সের! 22 মার্চ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে গতবারের ডিফেনডিং চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর সেই ম্যাচকে পাখির চোখ করেই বুধবার থেকে অনুশীলন শুরু করেছে শাহরুখ খানের দল। সূত্র বলছে, অনুশীলনের প্রথম দিনই দলে নেই তারকা প্লেয়ার। জানা যাচ্ছে, চোটের কারণে প্রথম কিছু ম্যাচে (IPL 2025) নাইটদের সঙ্গে দিতে পারবেন না তিনি।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বুধবার অনুশীলনে যোগ দিলেন না তরুণ পেসার

বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে IPL-এর অনুশীলন পর্ব। ঘরের মাঠে 22 মার্চের ম্যাচকে সামনে রেখে আজই নিজস্ব অস্ত্রে শান দিয়েছেন নাইট তারকার। তবে দুঃখের বিষয়, বুধবারের ম্যাচে অনুপস্থিত ছিলেন ভারতের তরুণ পেসার উমরান মালিক। জানা যাচ্ছে, চোটের কারণে বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি।

READ MORE:  কোহলিকে বিরাট শিক্ষা! নতুন অধিনায়কের নাম ঘোষণা করে ফেলল RCB

সূত্রের খবর, মূলত কোমরের চোটের জন্য আপাতত এনসিএতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে তার। শোনা যাচ্ছে, রিহ্যাব পর্ব শেষ হলেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে বল ধরবেন তিনি। আর এই একই কারণের জন্য বুধবার কলকাতার ঘরের মাঠে অনুশীলনে যোগ দেওয়া হয়নি তাঁর।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

অবশ্যই পড়ুন: IPL 2025-এ বড় চমক! উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ৩ মহারথী, কারা তাঁরা?

কবে নাগাদ দলে ভিড়বেন উমরান?

বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করাচ্ছেন ভারতের তরুণ পেসার। জানা গিয়েছে, 15 দিন আগে শেষবারের মতো কোমরে স্ক্যান হয়েছে তাঁর। যদিও রিপোর্ট খুব একটা আশঙ্কাজনক নয়। তবে এখনও পর্যন্ত নাইট শিবিরে যোগ দেওয়ার ছাড়াপত্র পাননি তিনি। কবে ফিরবেন?

READ MORE:  Mumbai Indians New Player: IPL-এর আগে সরু চাল আম্বানিদের! হার্দিকদের দলে এল নতুন প্লেয়ার | MI Sign New Player

বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, IPL-এর প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না উমরান। তবে ঠিক কবে নাগাদ দলে ফিরবেন সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি এনসিএ কর্মীরা। ধারণা করা হচ্ছে, মালিক যেহেতু দ্রুত সুস্থ হয়ে উঠছেন সে ক্ষেত্রে আসন্ন IPL-এর প্রথম 5-6 টি ম্যাচের পরই নাইট শিবিরে ফিরতে পারেন তিনি।

Scroll to Top