IPL 2025: IPL শুরুর ৯ দিন আগেই বিরাট ধাক্কা খেল KKR | KKR Pacer Umran Malik Injury Update
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরুর আগেই চিন্তা বাড়ল কলকাতা নাইট রাইডার্সের! 22 মার্চ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে গতবারের ডিফেনডিং চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর সেই ম্যাচকে পাখির চোখ করেই বুধবার থেকে অনুশীলন শুরু করেছে শাহরুখ খানের দল। সূত্র বলছে, অনুশীলনের প্রথম দিনই দলে নেই তারকা প্লেয়ার। জানা যাচ্ছে, চোটের কারণে প্রথম কিছু ম্যাচে (IPL 2025) নাইটদের সঙ্গে দিতে পারবেন না তিনি।
বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে IPL-এর অনুশীলন পর্ব। ঘরের মাঠে 22 মার্চের ম্যাচকে সামনে রেখে আজই নিজস্ব অস্ত্রে শান দিয়েছেন নাইট তারকার। তবে দুঃখের বিষয়, বুধবারের ম্যাচে অনুপস্থিত ছিলেন ভারতের তরুণ পেসার উমরান মালিক। জানা যাচ্ছে, চোটের কারণে বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি।
সূত্রের খবর, মূলত কোমরের চোটের জন্য আপাতত এনসিএতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে তার। শোনা যাচ্ছে, রিহ্যাব পর্ব শেষ হলেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে বল ধরবেন তিনি। আর এই একই কারণের জন্য বুধবার কলকাতার ঘরের মাঠে অনুশীলনে যোগ দেওয়া হয়নি তাঁর।
অবশ্যই পড়ুন: IPL 2025-এ বড় চমক! উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ৩ মহারথী, কারা তাঁরা?
বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করাচ্ছেন ভারতের তরুণ পেসার। জানা গিয়েছে, 15 দিন আগে শেষবারের মতো কোমরে স্ক্যান হয়েছে তাঁর। যদিও রিপোর্ট খুব একটা আশঙ্কাজনক নয়। তবে এখনও পর্যন্ত নাইট শিবিরে যোগ দেওয়ার ছাড়াপত্র পাননি তিনি। কবে ফিরবেন?
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, IPL-এর প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না উমরান। তবে ঠিক কবে নাগাদ দলে ফিরবেন সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি এনসিএ কর্মীরা। ধারণা করা হচ্ছে, মালিক যেহেতু দ্রুত সুস্থ হয়ে উঠছেন সে ক্ষেত্রে আসন্ন IPL-এর প্রথম 5-6 টি ম্যাচের পরই নাইট শিবিরে ফিরতে পারেন তিনি।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.