IPL দেখে বাড়ি ফেরার চিন্তা দূর, হাওড়ায় ট্রেনের টাইমটেবিল বদলাল পূর্ব রেল, দেখুন সময়সূচী

প্রীতি পোদ্দার, কলকাতা: ইডেনে আইপিএল খেলা মানে শুধু বাইশ গজের লড়াই নয়, ক্রিকেটের সঙ্গে বিনোদনের এক দারুণ মেলবন্ধন। প্রতি বছর এই খেলার জন্যই তাই বঙ্গ ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করে থাকে। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)। আর এই খেলা নিয়ে কলকাতায় তৈরি হতে চলেছে আলাদাই উন্মাদনা। কারণ এই খেলার উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ দুটোই হবে বঙ্গের মাটিতে। এই আবহে তাই ট্রেনের সময়সূচিতে বড় পরিবর্তন আনল পূর্ব রেল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

৯ টি ম্যাচ হবে ইডেনে

গতবার অর্থাৎ ২৪ এর IPL চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স বা KKR। সেই কারণে এবার IPL এর উদ্বোধনও হবে ইডেনে। সেই সঙ্গে প্রথা মেনে ফাইনালও হবে ইডেনেই। প্রতি বছর কেকেআরের সাতটি হোম ম্যাচই হয়ে থাকে ইডেনেই। তবে এবার বাড়তি ২ টি ম্যাচ হবে ইডেনে। প্লে অফ পর্বে ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে ইডেনে। আর এই এই ম্যাচগুলির দিন ইডেন গার্ডেনে দর্শকদের বাড়তি ভিড় চোখে পড়ার মত হতে চলেছে। তাই সেই পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় রেল বিশেষ পদক্ষেপ নিয়েছে।

READ MORE:  Kolkata Knight Riders: নতুন জার্সি পেল নাইটরা, অধিনায়ক কে? জানিয়ে দিল KKR! | KKR Launched New Jersey

নয়া বিজ্ঞপ্তি পূর্ব রেলের

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া ডিভিশনের ক্ষেত্রে হাওড়া-ব্যাণ্ডেল লোকাল সাধারণত রাত ১১:৪৫ এ ছাড়ে তবে এবার সেই সময়সীমা পরিবর্তন হতে চলেছে। ইডেনে ম্যাচের দিনগুলিতে ওই ট্রেন আরও ১০ মিনিট দেরিতে ছাড়বে। অর্থাৎ ম্যাচের দিনগুলিতে এটি ছাড়বে রাত ১১:৫৫-এ। তবে এই নিয়ম চালু থাকবে ২২ মার্চ, ৩ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ২৩ মে এবং ২৫ মে। পূর্ব রেলের এই সিদ্ধান্তে বেশ আনন্দিত ক্রিকেটপ্রেমী রেল যাত্রীরা। আশা করা যাচ্ছে এই সিদ্ধান্তের ফলে যারা দূর-দূরান্ত থেকে কলকাতায় ম্যাচ দেখতে আসবেন, যেমন হাওড়া-ব্যাণ্ডেল রুটের দর্শকরা, তাঁরা খুব সহজেই ট্রেনে ফিরতে পারবেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

রেলের এই সিদ্ধান্তের ফলে আইপিএল ২০২৫-এর উত্তেজনা আরও দ্বিগুণ বৃদ্ধি পেল। আর যারা ইডেন গার্ডেনে ম্যাচ দেখার পরিকল্পনা করছেন, তাঁরা ঝটপট করে আর একটুও চিন্তা না করে কেটে ফেলুন আইপিএল টিকিট। আর জমিয়ে মজা করুন বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে আইপিএল ২০২৫ এর সমারোহে ।

READ MORE:  IPL ফাইনালে পুলিশ অফিসারকে 'থাপ্পড়' দিলেন এক মহিলা! ভিডিও ভাইরাল নেট পাড়ায়

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Scroll to Top