iQOO 13 5G Discount: DSLR ক্যামেরা হার মানবে, বিশাল ছাড়ে IQOO 13 5G স্মার্টফোন, রয়েছে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Amazon Electronics Premier League Smartphone Sale
সুমন পাত্র, কলকাতা: অ্যামাজনে চলছে ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ সেল। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন কম দামে বিক্রি হচ্ছে। আপনি সেল থেকে ফ্ল্যাগশিপ ডিভাইস সস্তায় কিনতে পারবেন। এই প্রতিবেদনে আমরা iQOO 13 5G এর সাথে পাওয়া অফার সম্পর্কে বলবো। এই ডিভাইসের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে ১১ শতাংশ ও ১০ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। আসুন সেলে এর দাম ও কি কি অফার সহ বিক্রি হচ্ছে দেখে নেওয়া যাক।
আইকো ১৩ ৫জি এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১১ শতাংশ ডিসকাউন্টে ৫৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আর ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট ৫৯,৯৯৯ টাকায় কেনা যাবে।
আইকো ১৩ ৫জি অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে ৩,৫৮৯ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। আবার অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়া যাবে ৩,২৫০ টাকা ডিসকাউন্ট। এর পাশাপাশি আরও অনেক ব্যাঙ্ক অফার রয়েছে।
আইকো ১৩ ৫জি স্মার্টফোনে আছে ৬.৮২ ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজোলিউশন ৩১৬৮ x ১৪৪০ পিক্সেল, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৪৫০০ নিট। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। এতে সুপার কম্পিউটিং Q2 চিপসেট দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 13 5G স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক সাইডে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি Sony IMX921 সেন্সর, ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল 2x টেলিফটো লেন্স।
সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরা স্ন্যাপশট, নাইট, পোর্ট্রেট, ভিডিও, হাই রেজুলেশন, স্লো মোশন, সুপারমুন, আল্ট্রা HD ডকুমেন্টের মতো ফিচার সাপোর্ট করবে।
Suzuki Avenis 125 স্কুটারের OBD-2B ভার্সন ভারতে লঞ্চ হল। নতুন সংস্করণে নজরকাড়া কালার স্কিম যোগ…
শ্বেতা মিত্র, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রইল বিরাট খবর। বিশেষ করে আপনিও যদি সম্প্রতি…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে আর কয়েক ঘণ্টার মধ্যেই মুখোমুখি হতে চলেছে…
এখন ATM থেকে টাকা তোলা এবং ব্যালেন্স চেক করা একটু বেশি ব্যয়বহুল হতে চলেছে। আসলে,…
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ১ লক্ষ 4G সাইট স্থাপন করে তার কার্যক্রম চালু করা হবে মে…
টেলিযোগাযোগ সেক্টরে সস্তা রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে জিওর নাম প্রথমেই আসে। ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলি জিও।…
This website uses cookies.