iQOO 15 Pro Feature: ডিসপ্লে ও ব্যাটারিতে বিরাট চমক! স্যামসাং, শাওমির ঘুম ছোটাতে আসছে iQOO 15 Pro | iQOO 15 2K LTPO OLED Display
শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতারা ইতিমধ্যেই ফ্ল্যাগশিপ মডেল লঞ্চ করে ফেলেছে। সামসাং থেকে শুরু করে সেই তালিকায় রয়েছে ভিভো ও শাওমিরা। এবার পালা আইকিউ-এর। ভিভোর এই সাব-ব্র্যান্ড iQOO 15 সিরিজের উপর কাজ শুরু করে দিয়েছে। উল্লেখ্য, কিছু এশিয়ান সংস্কৃতিতে 4 সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। তাই 14 নম্বর বাদ দিয়ে সংস্থা তাদের নতুন ফ্ল্যাগশিপের নাম iQOO 15 রাখতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।
ওই সিরিজে স্ট্যান্ডার্ড iQOO 15 ও iQOO 15 Pro নামে দুটি মডেল লঞ্চ হতে পারে। এদিকে প্রথম সারির কিছু চীনা টেক ব্লগার সম্প্রতি দাবি করেছেন যে এই বছরের শেষ নাগাদ লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে স্যামসাং দ্বারা তৈরি ডিসপ্লে থাকবে। জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, iQOO 15 Pro-তে খুব সম্ভবত স্যামসাং থেকে নেওয়া ৬.৮৫ ইঞ্চি ২K এলটিপিও ওলেড ডিসপ্লে থাকবে।
ফোনটির ডিসপ্লে প্যানেলে LIPO বা লো-টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড) প্রযুক্তিও থাকবে বলে আশা করা হচ্ছে, যা পাওয়ার এফিসিয়েন্সি এবং সামগ্রিক কর্মক্ষমতা উন্নত করতে পারে। আবার শোনা যাচ্ছে যে এতে আই প্রোটেকশন ফিচার এবং আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।
ডিসপ্লের দিক থেকে বড় আপগ্রেড ছাড়াও, iQOO 15 সিরিজেরর পাওয়ার ব্যাকআপে উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত করা যাবে। ফ্ল্যাগশিপ সিরিজটির একটি বা উভয় মডেলেই ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেখা যেতে পারে। ক্যামেরা সেটআপে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে দাবি করা হয়েছে। iQOO 15 সিরিজ Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে এই বছরের অন্তিম ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার গুজরাটে অবৈধ বাংলাদেশি নাগরিকদের (Bangladeshi…
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস শেষ হওয়ার আগে ফের একবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক…
আপনি কি মে মাসে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান? তাহলে আগে থেকেই মে মাসের…
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
This website uses cookies.