লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iQOO 15 Pro Features: 7000mAh ব্যাটারি সহ সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর, iQOO 15 কবে বাজারে আসবে | Snapdragon 8 Elite 2 Processor

Published on:

শীঘ্রই বাজারে আসছে আইকো-র নতুন ফোন। এই ডিভাইসের নাম iQOO 15 Pro। রিপোর্ট অনুযায়ী, ব্র্যান্ডটি এই বছরের শেষের দিকে চীনে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর ব্যবহার করা হবে। iQOO 15 সিরিজে একটি স্ট্যান্ডার্ড এবং একটি প্রো মডেল অন্তর্ভুক্ত থাকবে। এরমধ্যে প্রো মডেলে 2K রেজোলিউশন সহ ফ্ল্যাট OLED প্যানেল থাকবে এবং এতে শক্তিশালী ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

READ MORE:  7,000mah ব্যাটারি সহ পাওয়ারফুল ফোন আনছে OnePlus, ফিচার্সে থাকবে বড় চমক

উল্লেখ্য, আইকো গতবছর ১৩ নম্বর সিরিজ লঞ্চ করেছে। ফলে উত্তরসূরি হিসেবে আইকো ১৪ সিরিজ আসার কথা। তবে সংস্থার তরফে আসন্ন সিরিজের নাম আইকো ১৪ এর পরিবর্তে আইকো ১৫ রাখা হবে, কারণ কিছু এশিয়ার দেশে ৪ নম্বরটি সুখকর বলে মনে করা হয় না। টিপস্টার স্মার্ট পিকাচু সম্প্রতি এমন দাবি করেছে। তিনি বলেছে এই সিরিজের নাম আইকো ১৪ এর পরিবর্তে আইকো ১৫ রাখা হবে।

READ MORE:  OnePlus 13T ফোনের ফার্স্ট লুক ফাঁস, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ থাকবে দুর্ধর্ষ ফিচার | OnePlus 13T First Look Images Leaked

iQOO 15 সিরিজের বিশেষ স্পেসিফিকেশন (ফাঁস)

আইকো ১৫ প্রো ফোনে 2K রেজোলিউশন, আই প্রোটেকশন ও ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ফ্ল্যাট OLED প্যানেল থাকবে। ডিভাইসে দেওয়া হবে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং এতে একটি পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা পাওয়া যাবে। এছাড়াও, আইকো ১৫ প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  কম দামে ছোট ফ্ল্যাগশিপ ফোন তৈরি করছে OnePlus, এখন থেকেই চাপের মধ্যে অ্যাপল, স্যামসাং-রা

যদিও বেস মডেলের স্পেসিফিকেশনে এখনও জানা যায়নি। এতেও একই প্রসেসর থাকবে। আবার ৫০০০-৬০০০ এমএএইচ ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা পাওয়া যাবে। এই সিরিজের দাম ৫০ হাজার টাকা থেকে শুরু হতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.