iQOO 15 Pro Features: 7000mAh ব্যাটারি সহ সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর, iQOO 15 কবে বাজারে আসবে | Snapdragon 8 Elite 2 Processor

শীঘ্রই বাজারে আসছে আইকো-র নতুন ফোন। এই ডিভাইসের নাম iQOO 15 Pro। রিপোর্ট অনুযায়ী, ব্র্যান্ডটি এই বছরের শেষের দিকে চীনে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর ব্যবহার করা হবে। iQOO 15 সিরিজে একটি স্ট্যান্ডার্ড এবং একটি প্রো মডেল অন্তর্ভুক্ত থাকবে। এরমধ্যে প্রো মডেলে 2K রেজোলিউশন সহ ফ্ল্যাট OLED প্যানেল থাকবে এবং এতে শক্তিশালী ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

READ MORE:  আমজনতার জন্য দারুণ ফোন আনছে ভিভো, থাকবে শক্তিশালী ব্যাটারি

উল্লেখ্য, আইকো গতবছর ১৩ নম্বর সিরিজ লঞ্চ করেছে। ফলে উত্তরসূরি হিসেবে আইকো ১৪ সিরিজ আসার কথা। তবে সংস্থার তরফে আসন্ন সিরিজের নাম আইকো ১৪ এর পরিবর্তে আইকো ১৫ রাখা হবে, কারণ কিছু এশিয়ার দেশে ৪ নম্বরটি সুখকর বলে মনে করা হয় না। টিপস্টার স্মার্ট পিকাচু সম্প্রতি এমন দাবি করেছে। তিনি বলেছে এই সিরিজের নাম আইকো ১৪ এর পরিবর্তে আইকো ১৫ রাখা হবে।

READ MORE:  অক্টোবরেই বাজারে আসবে স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেকের সবচেয়ে শক্তিশালী Android স্মার্টফোন

iQOO 15 সিরিজের বিশেষ স্পেসিফিকেশন (ফাঁস)

আইকো ১৫ প্রো ফোনে 2K রেজোলিউশন, আই প্রোটেকশন ও ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ফ্ল্যাট OLED প্যানেল থাকবে। ডিভাইসে দেওয়া হবে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং এতে একটি পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা পাওয়া যাবে। এছাড়াও, আইকো ১৫ প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  Realme 14 Pro 5G Discount: 6000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরার Realme 14 Pro 5G ফোনে তাগড়া ডিসকাউন্ট | Realme 14 Pro 5G Price

যদিও বেস মডেলের স্পেসিফিকেশনে এখনও জানা যায়নি। এতেও একই প্রসেসর থাকবে। আবার ৫০০০-৬০০০ এমএএইচ ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা পাওয়া যাবে। এই সিরিজের দাম ৫০ হাজার টাকা থেকে শুরু হতে পারে।

Scroll to Top