iQOO 15 Pro Features: 7000mAh ব্যাটারি সহ সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর, iQOO 15 কবে বাজারে আসবে | Snapdragon 8 Elite 2 Processor
শীঘ্রই বাজারে আসছে আইকো-র নতুন ফোন। এই ডিভাইসের নাম iQOO 15 Pro। রিপোর্ট অনুযায়ী, ব্র্যান্ডটি এই বছরের শেষের দিকে চীনে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর ব্যবহার করা হবে। iQOO 15 সিরিজে একটি স্ট্যান্ডার্ড এবং একটি প্রো মডেল অন্তর্ভুক্ত থাকবে। এরমধ্যে প্রো মডেলে 2K রেজোলিউশন সহ ফ্ল্যাট OLED প্যানেল থাকবে এবং এতে শক্তিশালী ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।
উল্লেখ্য, আইকো গতবছর ১৩ নম্বর সিরিজ লঞ্চ করেছে। ফলে উত্তরসূরি হিসেবে আইকো ১৪ সিরিজ আসার কথা। তবে সংস্থার তরফে আসন্ন সিরিজের নাম আইকো ১৪ এর পরিবর্তে আইকো ১৫ রাখা হবে, কারণ কিছু এশিয়ার দেশে ৪ নম্বরটি সুখকর বলে মনে করা হয় না। টিপস্টার স্মার্ট পিকাচু সম্প্রতি এমন দাবি করেছে। তিনি বলেছে এই সিরিজের নাম আইকো ১৪ এর পরিবর্তে আইকো ১৫ রাখা হবে।
আইকো ১৫ প্রো ফোনে 2K রেজোলিউশন, আই প্রোটেকশন ও ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ফ্ল্যাট OLED প্যানেল থাকবে। ডিভাইসে দেওয়া হবে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং এতে একটি পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা পাওয়া যাবে। এছাড়াও, আইকো ১৫ প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।
যদিও বেস মডেলের স্পেসিফিকেশনে এখনও জানা যায়নি। এতেও একই প্রসেসর থাকবে। আবার ৫০০০-৬০০০ এমএএইচ ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা পাওয়া যাবে। এই সিরিজের দাম ৫০ হাজার টাকা থেকে শুরু হতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.